France Football Team: দল ঘোষণার ৩ ঘণ্টা আগে কোচের ফোন, নাটকীয়ভাবে বিশ্বকাপের লড়াইয়ে ফ্রান্সের তারকা
Olivier Giroud: বিশ্বকাপের দল ঘোষণার দিনও জানতেন না যে, তিনি কাতারে যাওয়ার সুযোগ পাবেন। বরং বিশ্বকাপে দেশের জার্সি পরে নামার আশা ছেড়েই দিয়েছিলেন।
প্যারিস: সম্ভবত শেষবার বিশ্বকাপে (FIFA World Cup) দেশের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু অলিভিয়ের জিহু (Olivier Giroud) বিশ্বকাপের দল ঘোষণার দিনও জানতেন না যে, তিনি কাতারে যাওয়ার সুযোগ পাবেন। বরং বিশ্বকাপে দেশের জার্সি পরে নামার আশা ছেড়েই দিয়েছিলেন। পরিস্থিতি বদলে যায় নাটকীয়ভাবে। দল ঘোষণার তিন ঘণ্টা আগে তাঁকে ফোন করেন কোচ। কাতারের বিমানে ওঠা নিশ্চিত হয়ে যায় জিহুর।
ফ্রান্স টিভি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এ সি মিলানের স্ট্রাইকার নিজেই জানিয়েছেন সেই কাহিনি। জিহু বলেছেন, 'আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার তিন ঘণ্টা আগে আমাকে ফোন করেন কোচ দিদিয়ের দেশঁ। আমি এই ব্যাপারে সৎ। আমার মনে হয় না এটা বলতে উনি নিষেধ করবেন। উনি দ্রুত আমার সঙ্গে কথা বলে নিতে চেয়েছিলেন। জানিয়েছিলেন, উনি আমাকে কাতারে নিয়ে যেতে চান। আমার মনে হয়েছিল বিশ্বকাপে কোচের সকলকে প্রয়োজন হবে আর তৈরি ছিলাম যে, ফোন করলে আমি যাতে দলের জন্য তৈরি থাকতে পারি।'
জিহু যোগ করেছেন, 'জীবনে কোনও কিছুই এমনি পাওয়া যায় না। তোমাকে গিয়ে নিজেকে অর্জন করে নিতে হবে। ২০২১ সালে ইউরো কাপে ব্যর্থতা দিয়ে ফ্রান্স দলে আমার কেরিয়ার শেষ করতে চাইনি। তাই আমি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে গর্বিত। আমাকে অন্তত ইউরো কাপে ব্যর্থতার পর জাতীয় দলে ডাক না পাওয়ার অভিজ্ঞতা নিয়ে সরতে হবে না। আর সেই কারণে দেশের হয়ে মাঠে নামার জন্য আগের চেয়েও বেশি উৎসাহ টের পাচ্ছি।'
View this post on Instagram
বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে ফ্রান্স। গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া। ২৩ নভেম্বর রাত ১২.৩০-এ (ভারতীয় সময়) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন কিলিয়ান এমবাপেরা।
আরও পড়ুন: সরফরাজ এত রান করেও ব্রাত্য, সুযোগ না পেলে ভেঙে পড়ি না, বলছেন জয়ের নায়ক অনুষ্টুপ