Fake Passport:পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ২বছরে ধৃত প্রাক্তন SI-র সঙ্গে সমরেশের প্রায় ১৫লক্ষ টাকা লেনদেন
ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে নতুন তথ্য পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে গত এক-দু’ বছরে জমা পড়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা যেত প্রাক্তন এসআই- এর কাছে। পাসপোর্ট ভেরিফিকেশনের রেট ছিল মাথা পিছু ২০ থেকে ২৫ হাজার টাকা। পুলিশের দাবি, ৫১ জনের বেআইনি ভেরিফিকেশন হয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তৎকালীন ভেরিফিকেশন অফিসার আব্দুল হাইয়ের মাধ্যমে। বেআইনিভাবে কাদের কাদের পাসপোর্ট তৈরি করা হয়েছিল? তারা এখন কোথায় রয়েছে? পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার সেই বেআইনি পাসপোর্ট হোল্ডারদের সন্ধান পেতে চাইছে কলকাতা পুলিশ। চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত প্রাক্তন এসআই আব্দুল হাই-কে।


















