Bhaichung On Messi Event: স্পোর্টস ইভেন্টে রাজনীতিকে দূরে রেখে ক্রীড়াবিদকেই সম্মান দেওয়া উচিৎ: বাইচুং
Bhaichung Bhutia On Messi Event: যুবভারতীতে বিশৃঙ্খলা, মেসির সঙ্গে থাকা ব্যক্তিদের নামের তালিকা তৈরি করেছে সিট। তালিকা ধরে নোটিস পাঠিয়ে শুরু হবে জিজ্ঞাসাবাদ, খবর সিট সূত্রে।

কলকাতা: লিওনেল মেসির ইভেন্ট ঘিরে কলকাতায় যে অব্যবস্থার ছবি ফুটে উঠেছে। যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে বেজায় ক্ষুব্ধ বাইচুং ভুটিয়া। কলকাতা ম্য়ারাথনে অংশ নিয়ে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ক্ষোভ উগড়ে দিয়েছেন ম্য়ামেজমেন্ট ও প্রশাসনের ওপর। তিনি বলছেন, ''প্রত্য়েক খেলোয়াড়কে সম্মান দিতে হবে। অনেক কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু আমরা মনে হয় কোনও স্পোর্টস ইভেন্ট হলে, তাকেই গুরুত্ব দিতে হবে। কোনও রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক বক্তব্যকে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ নয়।''
তিনি আরও বলেন, 'সেই সব ইভেন্টগুলোয় অনেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, তাঁরা হ্যান্ডশেক করতে চান, জড়িয়ে ধরতে চান, সেলফি তুলতে চান, এগুলোর কোনও প্রয়োজন নেই। আমাকেও এখানে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আমি নিজেই জানিয়েছিলাম যে আমি দিল্লিতে মেসির সঙ্গে দেখা করতে চাই। আমার থেকেও বেশি আমার বাচ্চারা মেসির বিরাট বড় ভক্ত। আমার ছেলে মেসিকে আদর্শ মনে করেই ফুটবল খেলছে। ওর জন্য়ই বিশেষত মেসির সঙ্গে দেখা করা। দিল্লিতে আমার ছেলে পড়াশুনো করে, তার জন্যই ওখানে গিয়েছিলাম।''
এরপরই বাইচুং আরও বলেন, ''আমি নিশ্চিত এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারব। আগামীতে যদি মেসি বা ওঁর মত কোনও বড়মাপের ফুটবলার ভারতে আসেন, তাহলে যেন ম্য়ানেজমেন্ট একটু কড়াভাবে সবকিছু সামলাতে পারে।''
এদিকে, যুবভারতীতে বিশৃঙ্খলা, মেসির সঙ্গে থাকা ব্যক্তিদের নামের তালিকা তৈরি করেছে সিট। তালিকা ধরে নোটিস পাঠিয়ে শুরু হবে জিজ্ঞাসাবাদ, খবর সিট সূত্রে। অনলাইনে টিকিট বিক্রি সংস্থার ৩ কর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিট। টিকিট বিক্রি সংস্থার CEO, ম্যানেজার ও ডিরেক্টরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দিল্লি থেকে কলকাতায় আসেন আধিকারিকরা। সংস্থার সঙ্গে কার যোগাযোগ, কীভাবে ডিল, জানতে চান সিটের তদন্তকারীরা। বড় সংখ্যায় টিকিট কারা কিনেছিল, তালিকা চাওয়া হয়েছে সংস্থার কাছ থেকে।
উল্লেখ্য, শতদ্রু দত্তকে টানা জেরা করে নতুন তথ্য পেয়েছেন সিটের তদন্তকারীরা। মেসি কাণ্ডের তদন্তকারীদের শতদ্রু বলেছেন, 'পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন তিনি।' বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি, জেরায় জানিয়েছেন শতদ্রু, খবর সূত্রের। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মেসি-দর্শনের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটে মাঠে এসেছিলেন প্রচুর দর্শক। কিন্তু মেসিকে ঘিরে তৈরি হয় বেনজির বিশৃঙ্খলা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রথম থেকে মেসির গায়ে আঠার মতো সেঁটে ছিলেন। মেসির কোমর ধরে ছবি তোলেন অরূপ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে আত্মীয়-পরিজন থেকে শুরু করে ব্যক্তিগত পরিচিতির অনেককেই মেসির সঙ্গে ছবি তুলিয়ে দিয়েছিলেন অরূপ। প্রবল সমালোচনার ঝড়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ। শতদ্রুপ এবার জেরায় জানালেন যে, মেসিকে যেভাবে জড়িয়ে ধরা হয়েছিল, তা একেবারেই পছন্দ করেননি বিশ্বকাপজয়ী কিংবদন্তি।






















