Fifa World Cup: এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্ক বধ, প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নক আউটে ফ্রান্স
France vs Denmark: ড্যানিশ বধের সঙ্গে সঙ্গেই নক আউটের টিকিট পাকা করে ফেলল গতবারের বিশ্বজয়ী দলটি। ম্যাচে ২টো গোলই করলেন কিলিয়ান এমবাপ্পে।
দোহা: কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল ফ্রান্স। এদিন গ্রুপ ডি-র ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে দিল দেঁশ-র দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ফরাসি বাহিনী। এবার ড্যানিশ বধের সঙ্গে সঙ্গেই নক আউটের টিকিট পাকা করে ফেলল গতবারের বিশ্বজয়ী দলটি। ম্যাচে ২টো গোলই করলেন কিলিয়ান এমবাপ্পে।
খেলা শুরুর প্রথম পাঁচ মিনিটের মাথায়ই ফ্রি-কিক পেয়ে যায় ডেনমার্ক। যদিও তা থেকে গোলমুখ খুলতে পারেনি ড্যানিশরা। খাতায় কলমে ফ্রান্স অনেক এগিয়ে থেকেই মাঠে নেমেছিল। তবে ডেম্বেলে, এমবাপ্পে, জিরুডদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে লড়ে গেল এরিকসনের দল। প্রথমার্ধে ডেনমার্কের ডিফেন্স লাইন ভেদ করতে ব্যর্থ হয় ফরাসি বাহিনী।
দ্বিতীয়ার্ধে অবশ্য় আক্রমণে জোর দেয় ফরাসি ব্রিগেড। যার ফলস্বরূপ ৬১ মিনিটের মাথায় এমবাপ্পের প্রথম গোল ম্যাচে। যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স। ৬৮ মিনিটেই ডেনমার্কের হয়ে হেডে গোল করেন আন্দ্রেজ ক্রিস্টেনসন। এরপরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ২ টো দলই। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করেন ফের এমবাপ্পেই। খেলার ৮৬ মিনিটের মাথায় দুর্দান্ত দৌড়ে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
আর্জেন্তিনার সম্ভাবনা কতটা?
আর্জেন্তিনার মেক্সিকোর বিরুদ্ধে যদি পরাজিত হয়, তাহলে নিঃসন্দেহে মেসিরা বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন। তবে ড্র হলে কী হবে? মেক্সিকোর বিরুদ্ধে যদি আর্জেন্তিনা নিজেদের ম্যাচ ড্র করে, তাহলে তাদের সংগ্রহে থাকবে এক পয়েন্ট। অপরদিকে, মেক্সিকোর পয়েন্ট হবে দুই। এমন অবস্থায় ইরান-পোল্যান্ড ম্যাচও যাতে ড্র হয়, তা মনেপ্রাণে চাইবেন আর্জেন্তাইন সমর্থকরা। সেক্ষেত্রে গ্রুপে চার পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকবে সৌদি, দুই ও তিন পোল্যান্ড ও মেক্সিকো (দুই পয়েন্ট, গোল পার্থক্য ০) এবং সবার শেষে আর্জেন্তিনা (এক পয়েন্ট, গোল পার্থক্য -১)।
সেক্ষেত্রে পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্তিনাকে জিততেই হবে। পাশাপাশি আর্জেন্তিনা আশা করবে যাতে সৌদি আরব মেক্সিকোকে হারাতে পারে। তাহলে সেক্ষেত্রে আর্জেন্তিনা পরের রাউন্ডে পৌঁছে যাবে। অন্যথা হলে ২০০২ সালের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকেই আর্জেন্তিনার বিদায়ের প্রবল সম্ভাবনা রয়েছে। সেই দুর্ঘটনা এড়াতে বদ্ধপরিকর লিওনেল স্কালোনির দল।