G.O.A.T India Tour: উঠল অরূপ বিশ্বাসের পগত্যাগের দাবি, যুবভারতী-কাণ্ডের প্রতিবাদে মিছিল সিপিআইএমের
CPIM: যুবভারতী কাণ্ডের প্রতিবাদে টালিগঞ্জে সিপিএম কর্মী, সমর্থকেরা রবিবার রাতে মিছিল করেন।

কলকাতা: যুবভারতীতে লিওনেল মেসিকে দেখতে না পেয়ে বেনজির বিশৃঙ্খলা। ছোড়া হয়েছে জলের বোতল, উপড়ে ফেলা চেয়ার। সেই ঘটনার পর ২৪ ঘণ্টারও বেশি পার হয়ে গিয়েছে। তবে সেই নিয়ে বিক্ষোভ, রাজনৈতিক তর্জা অব্যাহত। এবার যুবভারতী বিশৃঙ্খলা কাণ্ডের (Kolkata Messi Event Vandalism) প্রতিবাদে পথে নামল সিপিআইএম (CPIM)।
রবিবার রাতে টালিগঞ্জে সিপিআইএমের তরফে একটি মিছিল বের করা হয়। সেখানে সিপিআইএম সমর্থকরা যুবভারতী কাণ্ডে সঠিক বিচারের দাবি তোলেন। উঠে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবিও। সিপিআইএম কর্মী সমর্থকরা 'যুবভারতী ক্রীড়াঙ্গনের ন্যক্কারজনক ঘটনায় অবিলম্বে রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রীকে পদত্যাগ করতে হবে' লেখা ব্যানার নিয়ে প্রতিবাদে নামেন।
এই ঘটনায় অরূপ বিশ্বাসকে নিয়ে সমালোচনার ঝড়। তবে পশ্চিমবঙ্গের ক্রীড়মন্ত্রী নিজে বাড়তি কিছু বলতে নারাজ। তিনি শনিবারই এ বিষয়ে সাংবাদিকদের বলেন, 'সরকারের নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্ত চলছে। তাই তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করব না।'' সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে কত টাকার ক্ষতি হল? এত লোক মাঠে মেসিকে ঘিরে ছিলেন কেন? কিন্তু কোনও প্রশ্নেরই উত্তর দেননি ক্রীড়ামন্ত্রী। গাড়ির কাঁচ তুলে বেরিয়ে যান তিনি।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া আবার এই ঘটনার জন্য উদ্যোক্তা নয়, বরং 'অবাঞ্ছিত ভিআইপি'দের দিকেই আঙুল তোলেন। তিনি ANI-কে এক সাক্ষাৎকারে জানান, 'আমার মতে গোটা ঘটনাটিই বেশ দুর্ভাগ্যজনক। আমার মনে হয় উদ্যোক্তারা নিজেদের সাধ্যমতো সম্পূর্ণ চেষ্টা করেছিলেন। তবে অনেক সময়ই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, বিশেষত এই ভিআইপি সংস্কারটা নিয়েই সমস্যা। অনেক সময় আয়োজকদের জন্য এই ভিআইপি যাদের সেখানে থাকার কথাই নয়, তাদের সরাতে গিয়ে নাজেহাল হতে হয়। আমার মতে ওরাই মাঠে ঢুকে জায়গাটায় ভিড় জমিয়ে দিয়েছিল। প্রকৃত সমর্থকেরা তো মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। সেইজন্যই সমর্থকেরা হতাশ হয়ে গিয়েছিলেন। আশা করছি এমন ভুলগুলি আর হবে না।'
প্রাক্তন ভারতীয় ফুটবলার আরও যোগ করেন, 'শুনলাম মেসিকে দেখতে প্রায় ৮০ হাজার সমর্থক এসেছিলেন। মেসি তো কলকাতা তথা ভারতে পূজিত হন। তাঁকে দর্শকরা এত টাকা দিয়ে দেখতে এসে এত দূর থেকে দেখে হতাশ হয়েছেন। যতদূর জানি সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি এটুকুই বলতে চাই ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও ভালভাবে আয়োজন করতে হবে এবং এই অবাঞ্ছিত ভিআইপিদের দূরে রাখতে হবে।'






















