(Source: ECI/ABP News/ABP Majha)
East Bengal vs Odisha FC: টানা পাঁচ হারের কলঙ্ক মুছতে পারবে ইস্টবেঙ্গল? কখন-কোথায় দেখবেন লাল-হলুদের পরের ম্যাচ?
ISL News: গত পাঁচটি ম্যাচেই বোঝা গিয়েছে, ইস্টবেঙ্গল দলের মধ্যে গতি, দলগত ফুটবল, জেতার মানসিকতা ও লড়াকু ফুটবলের মনোভাবের অভাব রয়েছে।
ভুবনেশ্বর: টানা পাঁচটি ম্যাচে হেরে বিপর্যস্ত ইস্টবেঙ্গলের (East Bengal FC) সামনে এখন ঘুরে দাঁড়ানোর একটাই উপায়, ম্যাচ জেতা। মাঝের কয়েকদিন কোচহীন ছিল তারা। কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর গত শনিবার থেকেই দলের দায়িত্ব নিয়েছেন নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন, যিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসকে সে দেশের ফুটবলে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন। এমনকী এশীয় স্তরেও তাঁর দল সাফল্য পেয়েছিল। সেই অস্কার ব্রুজোনের সামনেও এখন এক কঠিন চ্যালেঞ্জ।
গত পাঁচটি ম্যাচেই বোঝা গিয়েছে, ইস্টবেঙ্গল দলের মধ্যে গতি, দলগত ফুটবল, জেতার মানসিকতা ও লড়াকু ফুটবলের মনোভাবের অভাব রয়েছে। এমনকী লাল-হলুদ ফুটবলারদের মধ্যে মানসিক ও শারীরিক শক্তিরও অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতগুলি অভাব পূরণ করে এখন দলকে লিগ টেবলের একেবারে নীচ থেকে সেরা ছয়ের দিকে নিয়ে যেতে হবে কোচ অস্কারকে। যার প্রথম ধাপটিতেই তারা পা রাখবে মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, ওড়িশা এফসি-র বিরুদ্ধে।
গতবার সেমিফাইনালিস্ট ওড়িশা এফসি এ বার আইএসএলের শুরুটা ভাল করতে না পারলেও ক্রমশ ছন্দে ফিরছে তারা। চেন্নাইন এফসি ও পাঞ্জাব এফসি-র কাছে হার দিয়ে মরশুম শুরুর পর তারা ঘরের মাঠে জয়ে ফেরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। কিন্তু গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-২ ড্র করে। চারটি গোলই হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে তুমুল লড়াই হলেও কোনও দলই একে অপরকে এক ফোঁটা জমিও ছাড়েনি। এ পর্যন্ত সাতটি গোল দিয়ে আটটি গোল খেয়েছে তারা।
এমন লড়াকু ও আক্রমণাত্মক দলের বিরুদ্ধে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ইস্টবেঙ্গলকে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কী করে তারা এই চ্যালেঞ্জ সামলাবে, সেটাই দেখার।
কাদের ম্যাচ
ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি
কোথায় খেলা
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
কখন শুরু
২১ অক্টোবর, ২০২৪, কিক অফ সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার
স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং
জিও সিনেমা- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালি (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: মাঠ-বিপর্যয়ে মুখ পুড়ল বাংলা ক্রিকেটের, শুরু দায় ঠেলাঠেলি, প্রযুক্তি থাকতেও হল না প্রয়োগ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।