East Bengal: চোট-আঘাত সমস্যা মাথাব্যথা, গেমপ্ল্যানেই ওড়িশা বধের ছক কষছেন লাল হলুদ কোচ ব্রুজোন
East Bengal Coach: গত চারটি ম্যাচে যারা অপরাজিত রয়েছে, সেই লিগ টেবলের পাঁচ নম্বরে থাকা দলের বিরুদ্ধে চলতি লিগের প্রথম ম্যাচে ১-২-এ হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল।
কলকাতা: কৌশলের লড়াইয়ে হারিয়েছিলেন ফর্মে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসিকে। এবার সেই কৌশলেই বাজিমাত করতে চাইছেন ওডিশা এফসি-র চ্যালেঞ্জও। এ বারের লড়াইটা সে লড়াইয়ের তুলনায় কিছুটা হলেও সহজ, কারণ, এ বার ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তাই তাঁর কৌশল অনুযায়ী খেলতে পারলে ও এবং ওডিশা এফসি-কে রোখার জন্য নির্দিষ্ট পরিকল্পনা সঠিক ভাবে কার্যকর করতে পারলে এই হার্ডলও পেরনো সম্ভব বলে মনে করেন তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।
বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলিঙ্গবাহিনীর বিরুদ্ধে নামছে সদ্য জয়ের সরণীতে হাঁটতে শুরু করা ইস্টবেঙ্গল। গত চারটি ম্যাচে যারা অপরাজিত রয়েছে, সেই লিগ টেবলের পাঁচ নম্বরে থাকা দলের বিরুদ্ধে চলতি লিগের প্রথম ম্যাচে ১-২-এ হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ বাহিনীর দায়িত্ব নেওয়ার পর সেই ম্যাচই ছিল ব্রুজোনের প্রথম ম্যাচ। এ বার সেই ম্যাচের বদল নিতে মরিয়া মশাল-বাহিনী।
কিন্তু ওডিশার মতো আক্রমণাত্মক দল, যারা ১১ ম্যাচে ২৩ গোল করেছে, তাদের আটকানো এবং হারানো মাত্র সাত গোল করা ইস্টবেঙ্গলের পক্ষে কতটা কঠিন, তা আন্দাজ করা যেতেই পারে। কিন্তু কৌশল দিয়ে তা সম্ভব বলে মনে করেন ব্রুজোন। চলতি লিগে ইস্টবেঙ্গলকে প্রথম ও টানা জোড়া জয় এনে দেওয়া কোচ বুধবার সাংবাদিকদের বলেন, ''আমরা যখন নর্থইস্টের বিরুদ্ধে খেলেছিলাম, তখনও প্রশ্ন উঠেছিল, ওরা প্রচুর গোল করেছে। আমরা কী করে ওদের সামলাব। কিন্তু ওদের আমরা গোল করতে দিইনি। সৌভাগ্যবশত, আমরা প্রমাণ করতে পেরেছি, দল হিসেবে আমরা কেমন। আমাদের রক্ষণের ধারাবাহিকতা, টানা ক্লিন শিট বজায় রাখা, সবই দেখিয়েছি এবং জিতেছি। এগুলো বাড়তি শক্তি জুগিয়েছে আমাদের।''
দলের সাম্প্রতিক পারফরম্যান্সের মতো কোচের কথাতেও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। কিন্তু বাস্তব সত্যিটা হল, এই ম্যাচে প্রথম দলের একাধিক খেলোয়াড় খেলতে পারবেন না। কোচ নিজেই তা বলছেন। তিনি বলেন, ''গত দুসপ্তাহে আমরা অনেক কিছু ইতিবাচক ঘটনা ঘটিয়েছি। ফলে আমাদের কাছে প্রত্যাশাও বেড়ে গিয়েছে সবার। তবে কালকের ম্যাচে আমাদের কিছু সমস্যা আছে। আমাদের দলে একাধিক খেলোয়াড় চোট পেয়েছে। সম্ভবত প্রথম দলের জনা পাঁচেক খেলোয়াড়কে কাল আমরা পাব না। তবে আশা করি, এর ফলে দলে কোনও প্রভাব পড়বে না। পরিবর্ত খেলোয়াড়রা আছে, যারা ঘরের মাঠে নামার জন্য সব সময় ছটফট করে। তারা সুযোগ পাবে এবং নিজেদের প্রমাণ করবে।''
সল ক্রেসপো যে আগামী কয়েকটি ম্যাচে নেই, তা আগেই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসও এই ম্যাচে নেই। স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে, উইঙ্গার নন্দকুমার শেকর ও ডিফেন্ডার প্রভাত লাকরাও চোটের জন্য অনিশ্চিত। তবু কোচের গলায় আত্মবিশ্বাসের সুর। বললেন, ''আমি বিশ্বাস করি, আগামী তিনটি ম্যাচে এ মরশুমের গতিবিধি কেমন হতে পারে, তা মোটামুটি বোঝা যাবে। দলের ছেলেরা সবাই উজ্জীবিত, তারা প্রত্যয়ী। আশা করি, কাল ভাল ফলই হবে।'' হেক্টর ইউস্তে সম্ভবত স্কোয়াডে থাকবেন বলেও জানিয়ে দেন তিনি।
ছবি সৌ: আইএএসএল মিডিয়া