এক্সপ্লোর

East Bengal FC: জার্সির সম্মানের জন্য পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের উজাড় করে দেব, অঙ্গীকার খাবরার

ISL: এ রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য গোলকিপার প্রভসুখন গিল এবং মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী।

কলকাতা: কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এ বার শুধু শেষটুকু ভাল হওয়া দরকার। শেষটা ভাল হলেও যে ইস্টবেঙ্গল (East Bengal) সেরা ছয়ের মধ্যে থেকে আইএসএলের (ISL) লিগ শেষ করতে পারবে, তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু নিজেদের তরফ থেকে যে শেষ ম্যাচ জেতার চেষ্টায় কোনও রকম ত্রুটি রাখবেন না, তা জানিয়ে দিলেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার হরমনজ্যোৎ সিংহ খাবরা।

রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সল ক্রেসপো ও ক্লেটন সিলভার গোলে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় লাল-হলুদ বাহিনী। সুনীল ছেত্রী সমতা আনলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছ’নম্বরে উঠে এল কলকাতার দল। ছ’নম্বরে টিকে থাকার সম্ভাবনা বাড়াতে তাদের শেষ ম্যাচে পাঞ্জাব এফসি-কে হারাতেই হবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে নর্থইস্ট ইউনাইটেড ও চেন্নাইন এফসি-র শেষ ম্যাচগুলির ফলের দিকে।

রবিবার ম্যাচের পর খাবরা বলেন, “উত্তর ভারতে অ্যাওয়ে ম্যাচ খেললে সেখানে সমর্থন পাওয়া বেশ কঠিন। যদিও এই ম্যাচে গ্যালারি ফাঁকা থাকবে। তবে আমাদের সামনে একটা লক্ষ্য আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার”।

এ রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য গোলকিপার প্রভসুখন গিল এবং মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী। সে জন্য খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করেন খাবরা। বলেন, “ওরা দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ ঠিকই। তবে কোচ সব সময়ই বিকল্প পরিকল্পনা করে রাখেন এবং দলের অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দেন। সে শুরু থেকেই হোক বা ম্যাচের মাঝখানে। যে-ই মাঠে নামে সে জার্সির সন্মান রাখতে নিজেদের উজাড় করে দেয়। ইস্টবেঙ্গল নামটাই বিশাল ব্যাপার। তাই যে-ই খেলুক, নিজের সেরাটা দেবে। তার দায়িত্বও একই রকম থাকবে”।

তাই এখন অন্য কোনও দিকে মন না দিয়ে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে বুধবারের ম্যাচে মনোনিবেশ করার কথা বলছেন অভিজ্ঞ ডিফেন্ডার। বলেন, “মাঠের মধ্যে আমরা নিজেদের দায়িত্ব পালনে সদাসচেষ্ট। এখন আমাদের শেষ ম্যাচে মনোনিবেশ করতে হবে এবং প্লে অফে ওঠার সম্ভাবনা বজায় রাখতে হবে”।

দলের তরুণ তারকা আমন সিকে রবিবার বেশ ভাল পারফরম্যান্স দেখান। একটি অবধারিত গোলের সুযোগ পেয়েও অবশ্য তিনি তা হাতছাড়া করেন শেষ মুহূর্ত পর্যন্ত শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে। এ ছাড়া সায়ন ব্যানার্জি, পিভি বিষ্ণুর মতো ইস্টবেঙ্গলের রিজার্ভ দল থেকে আসা ফুটবলাররাও যথেষ্ট ভাল খেলছেন। রবিবার তাঁদের ভূয়ষী প্রশংসাও করেন কোচ কুয়াদ্রাত। দলের এই তরুণদের নিয়ে খাবরা বলেন, “এ জন্যই তো ওদের তৈরি করা হয়েছে। ওদের তো আর এমনি এমনি ইস্টবেঙ্গলের মতো ক্লাবে সুযোগ দেওয়া হয়নি। গত দশ মাস ধরে একসঙ্গে কাজ করে চলেছি আমরা। উন্নতি তো হবেই”।

চলতি লিগে ইস্টবেঙ্গলের হয়ে তিনটি ম্যাচে ৫১ মিনিট মাঠে থাকা ২১ বছর বয়সী ফরোয়ার্ড আমন সিকে বলেন, “ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে পারাটাই আমার কাছে বড় ব্যাপার। সে জন্য আমি খুশি। গোল করার দারুন একটা সুযোগ পেয়ে গিয়েছিলাম আজ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলাম না। আরও ভাল খেলতে হবে আমাকে। আশা করি, সেই সময়ও আসবে”।

তথ্যসূত্র: আইএসএল মিডিয়া

আরও পড়ুন: ২২ গজে ব্যাট হাতে ছন্দে ঋষভ, তাই খালি পায়ে ৪৬ কিলোমিটার হেঁটে ব্রতপালন ঊর্বশীর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
Malda News:  লোন শোধের টাকা তুলতে ভিন রাজ্যে, মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, পথ চেয়ে গর্ভবতী স্ত্রী, কান্নায় ভাঙল পরিবার
লোন শোধের টাকা তুলতে ভিন রাজ্যে, মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, পথ চেয়ে গর্ভবতী স্ত্রী, কান্নায় ভাঙল পরিবার
New Year Weather: বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
Ration News: এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
Advertisement
ABP Premium

ভিডিও

Recruitment Scam: পথে SLST চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলManmohan Singh: প্রয়াত মনমোহন সিং, একটি রাজনীতির যুগের অবসান। ABP Ananda liveManmohan Singh: প্রয়াত মনমোহন সিং, শোকপ্রকাশ মোদি-শাহরManmohan Singh: 'পরিবারের প্রতি সমবেদনা রইল', মনমোহন সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ লালুপ্রসাদ যাদবের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
Malda News:  লোন শোধের টাকা তুলতে ভিন রাজ্যে, মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, পথ চেয়ে গর্ভবতী স্ত্রী, কান্নায় ভাঙল পরিবার
লোন শোধের টাকা তুলতে ভিন রাজ্যে, মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, পথ চেয়ে গর্ভবতী স্ত্রী, কান্নায় ভাঙল পরিবার
New Year Weather: বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
Ration News: এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
Mamata Machinery IPO: ২৪৩ টাকার স্টক লিস্টিংয়েই ৬৩০ টাকায়, ১৬০ শতাংশ লাভ বিনিয়োগকারীদের, এখন নেবেন ?
২৪৩ টাকার স্টক লিস্টিংয়েই ৬৩০ টাকায়, ১৬০ শতাংশ লাভ বিনিয়োগকারীদের, এখন নেবেন ?
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
LIVE Updates: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
Embed widget