UEFA Euro 2024: ড্রয়েই সন্তুষ্ট স্লোভাকিয়া! টেডেস্কোর তত্ত্বাবধানে অপরাজিত দৌড় বজায় রাখতে মরিয়া বেলজিয়াম
Belgium vs Slovakia: স্লোভাকিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে মাঠে নেমে একটিতে জয় ও বাকি দুইটিতে ড্র করেছে বেলজিয়াম।
ফ্রাঙ্কফুর্ট: বিশ্বের একগুচ্ছ স্বনামধন্য তারকাদের নিয়ে তৈরি দল। দেশের ফুটবল ইতিহাসের সুবর্ণ অধ্যায়ের দল। তাও পরপর ব্যর্থতা। বেলিজিয়ামের তথাকথিত গ্লোডেন জেনারেশনের অন্যতম বড় তারকা ইডেন অ্যাজার অবসর নিয়েছেন। তবে রয়েছেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। তাঁর নেতৃত্বেই ফের একবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছে বেলজিয়াম। স্লোভাকিয়ার বিরুদ্ধে (Belgium vs Slovakia) ম্যাচ দিয়ে শুরু করছে নিজেদের উয়েফা ইউরো (UEFA Euro 2024) অভিযান।
নতুন কোচ ডমিনিকো টেডেস্কোর তত্ত্বাবধানে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে বেলিজিয়াম। ১৪ ম্যাচের একটিতেও হারেননি তারা। তবে অন্যতম ফেভারিট হিসাবে মাঠে নেমেও বিগত দুই ইউরোতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ১৯৮০ সালের ইউরোর রানার্স আপরা। এবারেও বেলজিয়াম দলে তারকা বা অভিজ্ঞতা, কোনওটারই অভাব নেই। রোমেলু লুকাকু, ডি ব্রুইন, অ্যাক্সেল উইটসেল, ইয়ান ভারটঙ্গানরা রেকর্ড ষষ্ঠ বড় টুর্নামেন্টে (ইউরো, বিশ্বকাপ) দেশের হয়ে মাঠে নামতে চলেছেন।
লুকাকুর জাতীয় দলের জার্সি গায়ে রেকর্ড ঈর্ষণীয় বললেও কম বলা হয়। ১১৫ ম্য়াচে ৮৫টি গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। তিনি স্লোভাকিয়ার বিরুদ্ধে দলের জন্য বড় প্লাস পয়েন্ট। তবে ভারটঙ্গানের এই ম্যাচে খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে তা সত্ত্বেও ফেভারিট হিসাবেই এই ম্যাচে মাঠে নামবে বেলজিয়ামরা।
স্লোভাকিয়ার কোচ ফ্রান্সেস্কো কালজ়োনা তো বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করলেই খুশি হবেন বলে জানিয়ে দিয়েছেন। ম্যাচে যে বেলজিয়ামই ফেভারিট হিসাবে নামবে, তাও একবাক্যে মেনে নিচ্ছেন তিনি। তাঁর আশা প্রতিআক্রমণে তাঁর দল যদি বেলজিয়ামের জালে বল জড়াতে পারে। বেলজিয়াম কী ম্যাচে নিজেদের দাপট দেখাবে, না স্লোভাকিয়া সকলকে চমকে দেবে? সেটাই এখন দেখার বিষয়।
কাদের ম্যাচ?
ইউরো কাপে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি বেলজিয়াম ও স্লোভাকিয়া
কবে খেলা?
ম্যাচটি হবে ১৭ জুন, সোমবার
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় অনুযায়ী সোমবার, ১৭ জুন রাত ৯.৩০-এ ম্যাচের কিক অফ
কোথায় ম্যাচ?
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ম্যাচটি হবে ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট এরিনায় আয়োজিত হবে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন বেলজিয়াম বনাম স্লোভাকিয়ার ম্যাচ। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা, পাশাপাশি সোনি লিভের ওয়েবসাইটেও ইউরোর এই ম্যাচ সম্প্রচারিত হবে।
হেড-টু-হেড
কোনও বড় টুর্নামেন্টে বেলজিয়াম এবং স্লোভাকিয়া কখনও একে অপরের মুখোমুখি হয়নি। তবে তিনটি ফ্রেন্ডলি ম্যাচের একটিতে জয় পেয়েছে বেলিজয়াম। বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বেলিংহ্যামের দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ডের জয়, ডেনমার্কের বিরুদ্ধে ড্র করল স্লোভেনিয়া