Kylian Mbappe: ম্যানেজারের সঙ্গে ঝামেলা! দেশঁর কোচিংয়ে আর ফ্রান্সের হয়ে খেলবেন না কিলিয়ান এমবাপে?
Didier Deschamps: ফরাসি কোচ দিদিয়ের দেশঁও জানিয়ে দিয়েছেন যে সম্প্রতি কিলিয়ান এমবাপের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, তার সঙ্গে এমবাপের দল থেকে বাদ পজ়ার কোনও সংযোগ নেই।
নয়াদিল্লি: বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একেবারে শীর্ষে থাকা কয়েকজনের মধ্য়ে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) নাম থাকবে। ক্লাব হোক বা দেশ, এমবাপের সিভিতে ইতিমধ্যেই রয়েছে একগুচ্ছ ট্রফি জয়ের কৃতিত্ব। সেই এমবাপেকেই বাদ পড়তে হল দল থেকে। সামনেই নেশনস লিগে ইজরায়েল এবং ইতালির বিরুদ্ধে খেলবে ফ্রান্স। সেই ম্যাচগুলির জন্য ফ্রান্স দলে (France Football Team) তাঁকে ডাকাই হয়নি।
খবর অনুযায়ী ফ্রান্সের বিশ্বজয়ী কোচ দিদিয়ের দেশঁর (Didier Deschamps) সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এমবাপে। দেশঁ কোচ থাকাকালীন এমবাপে নাকি আর জাতীয় দলের হয়ে খেলতেই চান না। খবর অনুযায়ী এমবাপের মা তথা তাঁর এজেন্ট ফায়জ়া লামারিসহ এমবাপের গোটা শিবিরই ফরাসি ফুটবল কোচের নির্বাসন চায়। তবে শুধু তাঁরা নন, দাবি করা হচ্ছে আরও অনেক ফরাসি ফুটবলারই কোচ বদলের পক্ষে। ১২ বছর ধরে দেশঁর হাতে ফরাসি জাতীয় দলের রিমোট কন্ট্রোল রয়েছে। কোচের দায়িত্বে থাকাকালীন ইতিমধ্যেই একবার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইউরো এবং বিশ্বকাপের ফাইনালেও একবার করে পৌঁছে পরাজিত হয়েছে ফ্রান্স। তবে আর নয়।
শোনা যাচ্ছে দেশঁর পরিবর্তে তাঁরই প্রাক্তন সতীর্থ তথা আরেক ফরাসি বিশ্বজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানকে কোচের ভূমিকায় দেখতে চান অনেক ফুটবলারই। প্রসঙ্গত, এমবাপে ফ্রান্সের আগের পর্বের নেশনস লিগের ম্যাচেও দলে ছিলেন না এমবাপে। তবে সেক্ষেত্রে ফরাসি অধিনায়ক উরুর চোটে ভুগছিলেন। এক্ষেত্রে তাঁর চোটের সমস্যা নেই। রিয়াল মাদ্রিদের হয়ে দিব্যি খেলছেন এমবাপে। শোনা যাচ্ছে এমবাপে নিজেই ফরাসি দলের হয়ে নির্বাচিত হতে চাননি। বদলে তিনি ফ্রান্সেই থাকতে চান।
ফরাসি কোচ দিদিয়ের দেশঁও জানিয়ে দিয়েছেন যে সম্প্রতি সুইডেনে কিলিয়ান এমবাপের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, তার সঙ্গে এমবাপের দল থেকে বাদ পজ়ার কোনও সংযোগ নেই। তাই দেশঁর সঙ্গে এমবাপের ব্যক্তিগত সমস্যার জেরেই তারকা ফুটবলারকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে বলেই মনে করছেন অনেকে। ফ্রান্স অধিনায়ক ও কোচের ঝামেলার খবরে কিন্তু স্বরগরম ফরাসি ফুটবল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একের পর এক চোটে নাজেহাল নেমার, তাঁকে ছেঁটে ফেলে রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী আল হিলাল!