Lionel Messi: লিওনেল মেসির থেকেও ভাল! রোবট ফুটবলার তৈরির লক্ষ্যে বিজ্ঞানীরা
ARTEMIS: শুধু ফুটবল খেলাই নয়, বিজ্ঞানীরা আশাবাদী এই রোবট ২০৫০ সালের ফুটবল বিশ্বকাপেও অংশগ্রহণ করতে পারবে এবং সেই লক্ষ্যেই তাঁরা এগোচ্ছেন।
নয়াদিল্লি: মানুষের জীবন সহজ করার জন্য প্রতিনিয়তই বিজ্ঞানীরা কতই না নতুন জিনিসপত্র আবিষ্কার করেন। তবে তাই বলে রোবট দিয়ে ফুটবল খেলা! অবিশ্বাস্য মনে হলেও, এমনই প্রচেষ্টায় রয়েছেন লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বর্তমানে এমনই এক যন্ত্র দিনরাত এক করে তৈরি করতে সচেষ্ট যে কি না ফুটবল খেলতে সক্ষম। আর শুধু খেলতেই সক্ষম নয়, সে নাকি মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার তথা আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির (Lionel Messi) থেকেও ভাল ফুটবলার হবে। মেসির পরিবর্তে রোবটদেরই মাঠে নামানোর প্রচেষ্টায় বিজ্ঞানীরা। মেসির থেকে সক্ষম সেই রোবট ফুটবলারের নাম দেওয়া হয়েছে আর্তেমিস (ARTEMIS)। এই রোবট অত্যাধুনিক প্রক্রিয়ায় তৈরি করা হবে এবং বাড়তি গতিশীলতা ও উন্নত স্থিতিশীল হবে এই রোবট। তবে এইসবকে ছাপিয়ে এই রোবটের আবিষ্কারের বিষয়টি তাঁর সঙ্গে মেসি-যোগ বা আর্জেন্তাইন ফুটবলারের তুলনার জন্যই শিরোনাম কেড়ে নিয়েছে।
এই রোবটটি প্রতি সেকেন্ডে ২.১ মিটার পথ অতিক্রম করতে পারবে বলে দাবি করা হচ্ছে। এই রোবটটির বিষয়ে জানানো হয়েছে, 'UCLA-র গবেষকদের মতে ল্যাবে পরীক্ষার সময় আর্তেমিস প্রতি সেকেন্ডে ২.১ মিটার অতিক্রম করতে পেরেছে, যা তাঁকে বিশ্বের সবথেকে দ্রুততম গতিতে হাঁটা রোবট করে তুলতে পারে। পাশাপাশি এটাই কোনও অ্যাকাডেমিতে তৈরি হওয়া প্রথম এবং সব মিলিয়ে বিশ্বের তৃতীয় হিউমানাইড রোবট।'
এই রোবটকে রোবো কাপ নামক রোবটদের নিয়ে হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টেও অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। এই রোবটের আবিষ্কারকরা চান যাতে ২০৫০ সালের বিশ্বকাপে সে মাঠে নামতে পারে। এই রোবটের আবিষ্কারক বিজ্ঞানীরা যদি নিজেদের লক্ষ্যে সফল হয়ে যান, তাহলে যে ফুটবলবিশ্বে বিপ্লব আসতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য।
এই রোবট ফুটবলারের স্বপ্ন বাস্তবায়িত হতে এখনও খানিকটা সময় রয়েছে। এখনও কিন্তু ফুটবলের মাঠ কাঁপাচ্ছেন লিওনেল মেসি। ঘটনাক্রমে তিনি আবার যুক্তরাষ্ট্রেই নিজের ক্লাব ফুটবল খেলেন। তবে মেসিকে আর কতদিন খেলতে দেখা যাবে, সেই নিয়ে সংশয় রয়েছে। তিনি এখনও পরের বিশ্বকাপ খেলার বিষয়ে সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বয়স তো সংখ্যামাত্র, বাইসাইকেল কিকে দুরন্ত গোল ৩৯-র রোনাল্ডোর, নেশনস লিগের শেষ আটে পর্তুগাল