Europa League: ম্যাগুয়ারের শেষ মুহূর্তের গোলে ড্র ১০ জনের ম্যান ইউনাইটেডের, স্পার্সের ১০০ শতাংশ রেকর্ড অক্ষত
Manchester United: পোর্তোর বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-৩ স্কোরলাইনে ড্র করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
নয়াদিল্লি: কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার লাল কার্ড দেখলেন ব্রুনো ফার্নান্ডেজ়। তা সত্ত্বেও উয়েফা ইউরোপা লিগ (Europa League) ১০ জনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United), পোর্তোর বিরুদ্ধে রুদ্ধশ্বাস এক ম্যাচে ড্র করল। তবে টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) জয় পেল। ফেরেঙ্কভারোসকে হারিয়ে স্পার্স নিজেদের ১০০ শতাংশ রেকর্ড বজার রাখল। অপরদিকে, জয় দিয়েই নিজেদের ইউরোপা কনফারেন্স লিগ অভিযান শুরু করল চেলসিও (Chelsea)।
পর্তুগালের মাটিতে ম্যান ইউনাইটেড ম্যাচের শুরুটা দুরন্তভাবেই করে। ম্যাচের ২০ মিনিটের মধ্যেই মার্কাশ রাশফোর্ড এবং রাসমাস হয়ল্যান্ডের গোলে ২-০ এগিয়ে যায় রেড ডেভিলসরা। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২৭তম মিনিটে পেপে গোল করে পোর্তোর ব্যবধান কমান। সামু ওমরোডিয়ান এরপরেই দুই অর্ধে একটি করে গোল করে পোর্তোকে লিড এনে দেন। ম্যাচে ফিরতে মরিয়া ম্যান ইউনাইটেডের হয়ে সমস্যা আরও বাড়ে। ম্যাচের ৮১তম মিনিটে উচুঁ বুটের জন্য ব্রুনো ফার্নান্ডেজ নাগাড়ে নিজের দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখেন। তবে ম্যাচের ইনজুরি টাইমে হ্যারি ম্যাগুয়ার ম্যান ইউনাইটেডের রক্ষাকর্তা হিসাবে এগিয়ে আসেন। জোরাল হেডারে দলকে নাগাড়ে দ্বিতীয় ইউরোপা লিগের ম্যাচে ড্র অর্জন করে নেয়।
টটেনহ্যাম হটস্পার কিন্তু নিজেদের ফর্ম অব্যাহত রাখল। ফেরেঙ্কভারোসের বিরুদ্ধে গোলের ধারা বজায় রাখলেন ব্রেনান জনসনও। পাপে সার ও জনসনের গোলেই স্পার্স নিজেদের জয় সুনিশ্চিত করে। হাঙ্গেরির দলের হয়ে ভার্গা একটি সান্ত্বনাসূচক গোল করেন। তবে ম্যাচ ২-১ জিতে নেয় উত্তর লন্ডনের ক্লাবটিই।
অপরদিকে, চেলসি কনফারেন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলিজিয়ামের দল গেন্টকে ৪-২ স্কোরলাইনে পরাজিত করে। সপ্তাহান্তের থেকে সম্পূর্ণ ভিন্ন একাদশ মাঠে নামান চেলসি ম্যানেজার এনজ়ো মারেস্কা। ম্যাচের ১২তম মিনিটেই রেনাটো ভেইগা চেলসিকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পেদ্রো নেটো স্কোর দ্বিগুণ করেন। ৫০তম মিনিটে গেন্ট এক গোল শোধ দিলেও এনকুঙ্কু ও ডিউসবারি-হল চেলসির হয়ে আরও দুইটি গোল করে ম্যাচের ফলাফল কার্যক নিশ্চিত করে ফেলেন। ম্যাচ শেষের আগে গ্যান্ডেলম্যান গেন্টের হয়ে আরেকটি গোল করেন বটে, তবে তা কেবল সান্ত্বনাই ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অঘটনের রাত! চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিরুদ্ধে হার রিয়াল মাদ্রিদের, বায়ার্নকে হারাল অ্যাস্টন ভিলা