Manchester United: হারের হ্যাটট্রিকের জেরে অবনমন বাঁচানোর লড়াইয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! হার চেলসিরও
Premier League: আপাতত প্রিমিয়ার লিগের তালিকায় ১৪ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চারে রয়েছে চেলসি।
লন্ডন: ম্যাঞ্চেস্টার ডার্বিতে জয়ের পর ইউনাইটেড (Manchester United) সমর্থকরা আশা করেছিলেন তাঁদের ভাগ্য হয়তো এবার বদলাবে। নতুন কোচ রুবিন আমরিমের (Ruben Amorim) তত্ত্বাবধানে হয়তো উপরের দিকে উঠবে দল। তবে কোথায় কী! উল্টে সেই ম্যাচের পর প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিক করল রেড ডেভিলস। এরপরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ মেনে নিচ্ছেন তাঁর দল অবনমন বাঁচানোর লড়াইয়ে রয়েছে।
নিউক্যাসেল ইউনাইটেড এমনিই দুরন্ত ফর্মে ছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই 'থিয়েটর অফ ড্রিমস' ওল্ড ট্র্যাফোর্ডে নেমেছিলেন ব্রুনো গিমারেসরা। ম্যাচে শুরুতেই ম্যাগপাইজ়দের হয়ে দুরন্ত ফর্মে থাকা অ্যালেক্সজান্ডার ইসাক জোরাল হেডারে নিজের দলকে এগিয়ে দেন। ম্যান ইউনাইটেডের চাপ আরও বাড়িয়ে জোয়েলিংটন ১৯ মিনিটের মাথায় আবারও এক গোল করেন। এরপর ম্যান ইউনাইটেডের ফুটবলাররা একাধিকবার পোস্টে বল মারলেও, বল জালে জড়াতে পারেনি। ০-২ হারে আমরিমের দল।
অবনমন জোন থেকে মাত্র সাত পয়েন্ট এগিয়ে আপাতত প্রিমিয়ার লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে রেড ডেভিলস। দলের যে কোনও উন্নতিই হচ্ছে না এবং তাঁদের যে লড়াই করতে হবে তা মেনে নিচ্ছেন আমরিম। তিনি বলেন, 'এই বিষয়টা তো একেবারে পরিস্কার। আমাদের লড়াই করতে হবে। এটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সবথেকে খারাপ সময়গুলির অন্যতম এবং সততার সঙ্গে আমাদের এই বিষয়টির সাফল্যের পথ খুঁজতে হবে। সত্যি বলতে দোষটা আমারও। দলের তো কোনও উন্নতিই হচ্ছে না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হয়ে এতগুলি ম্যাচ হারা চরম লজ্জাজনক। '
অপরদিকে, চেলসিও (Chelsea) নাগাড়ে দ্বিতীয় ম্যাচ হারল। তিন ম্যাচে জয়হীন ব্লুজ়রা। এদিন তাঁরা ইপস্যুইচ টাউনের বিরুদ্ধে পরাজিত হয়। দুই দশকের পর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিজের প্রিয় দলের প্রথম জয় দেখতে কিন্তু এড শিরানও উপস্থিত ছিলেন। এদিন অবনমনের আওতায় থাকা ইপস্যুইচের হয়ে লিয়াম ডেলাপ প্রথম গোল করেন। দ্বিতীয় গোলটি আসে চেলসিরই প্রাক্তনী হাচিনসনের পা থেকে। তবে ম্যাচ জিতলেও, অবনমনের আওতাতেই থাকল তাঁরা। অপরদিকে, লিগে চারে নেমে গেল চেলসি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আগের থেকে অবস্থার উন্নতি! 'চক দে ইন্ডিয়া'-র তালে নাচলেন বিনোদ কাম্বলি