এক্সপ্লোর

Mohammedan Sporting: চার ম্যাচে এখনও জয়হীন হায়দরাবাদ, তাও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মহামেডান কোচ

Mohammedan Sporting: বিগত দুই ম্যাচে পরাজিত হওয়া মহামেডান ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া।

কলকাতা: চলতি আইএসএলে একমাত্র জয়ের পর টানা দুটি ম্যাচে হার মহমেডানকে (Mohammedan Sporting) লিগ টেবলে অনেকটা নীচে নামিয়ে দিলেও শনিবার ঘরের মাঠে জিততে পারলে তারা ফের কয়েক ধাপ ওপরে উঠে আসতে পারবে। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, যারা এখন পর্যন্ত লিগে জয়ের মুখ দেখতে পারেনি। তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সমর্থন নিয়ে এই ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কলকাতার দল।

কিন্তু হায়দরাবাদকে কম গুরুত্ব দিয়ে নিজেদের খেলায় কোনও পরিবর্তন বা তীব্রতা কমাতে বিন্দুমাত্র রাজি নন দলের কোচ আন্দ্রেই চেরনিশভ (Andrey Chernyshov)। তাঁর মতে, তাঁর দল আগের ম্যাচগুলিতে যেমন খেলেছে, তেমনই খেলবে।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের কাল আগের ম্যাচগুলোর মতোই ভাল খেলতে হবে। আমরা ঘরের মাঠে এখনও একটাও জয় পাইনি। সমর্থকেরা জয়ের অপেক্ষায় রয়েছে। আশা করছি, কাল আমরা ভাল খেলব ও জিতব। আমরা এই ম্যাচের জন্য ভাল প্রস্তুতি নিচ্ছি। ওদের চেয়ে আমরা যেহেতু লিগের প্রাক মরশুম প্রস্তুতি আগে শুরু করেছি, তাই সে দিক দিয়ে আমরা সুবিধা পেতে পারি। ওরা আমাদের মতোই দল। অনেকটা আমাদের মতো স্টাইলেই খেলে। গত ম্যাচে আমরা ভাল খেলেছিলাম। কিন্তু শেষের দিকে আমাদের শরীরিক অবস্থা তেমন ভাল ছিল না। গত ম্যাচে আমাদের কোথায় কোথায় সমস্যা ছিল কী কী ভুল হয়েছে, তা বিশ্লেষণ করেছি। দলের ছেলেদের সঙ্গেও কথা হয়েছে। ওরাও নিজেদের ভুল শোধরাতে চায়”।

প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি সম্পর্কে মহমেডান কোচের বক্তব্য, “হায়দরাবাদ গত বারও কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। এ বারও যাচ্ছে। কিন্তু এ বার ওদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। বিশেষত, ওদের বিদেশীরা। শুরুতে ওরা তেমন ভাল খেলতে না পারলেও ক্রমশ উন্নতি করছে। আমাদের মাথায় রাখতে হবে, ওরা বড় ক্লাব এবং জয়ে ফিরতে চায়। ওরা কাল আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চাইবে”।

গত কয়েকটি ম্যাচেই দেখা গিয়েছে, ৭০-৭৫ মিনিট পর থেকে ক্লান্তি ঘিরে ধরছে মহমেডান ফুটবলারদের। তাই ম্যাচের শেষ দিকেই প্রতিপক্ষরা তাদের সমস্যায় ফেলে দিচ্ছে। এ কথা স্বীকার করে কোচ বলেন, “ম্যাচের শেষ দিকে আমাদের খেলোয়াড়রা যখন ক্লান্ত হতে শুরু করছে, তখন বিপক্ষের ভাল খেলোয়াড়দের সঙ্গে পেরে উঠছে না। যেমন গত ম্যাচে শেষ দিকে কেরালার চারজন স্ট্রাইকার একসঙ্গে আক্রমণে উঠতে শুরু করে, আমাদের ডিফেন্ডারদের পক্ষে যা সামলানো কঠিন ছিল। আমাদের খেলোয়াড়রা হয়তো তখন যে ফল ছিল, মানে এক গোলে এগিয়ে থাকা বা ড্র, সেটাই ধরে রাখতে চেয়েছিল বলে রক্ষণাত্মক হয়ে পড়ে। ছেলেদের সঙ্গে কথা বলে এটাই বুঝেছি। কিন্তু এই মানসিকতা ঠিক না। ফল যাই হোক আমাদের ভাল খেলে যেতে হবে। অনুশীলনে আমরা এই নিয়ে অনেক কাজ করেছি। দেখা যাক এই মানসিকতা শোধরাতে পারি কি না”।

দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জোসেফ আজেই গত ম্যাচে গুরুতর চোট পান। এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কোচ জানান, “গত ম্যাচে গুরুতর চোট পেয়েছিল জোসেফ। তার পরে কয়েক দিন ও অনুশীলন করতে পারেনি। একজন খেলোয়াড় প্র্যাকটিস করতে না পারলে সেটা মোটেই ভাল না। আজই হয়তো প্র্যাকটিসে নামবে (বৃষ্টির জন্য এ দিন অনুশীলন বাতিল হয়ে যায়)। কিন্তু মাত্র এক দিন অনুশীলনের পর কোনও খেলোয়াড়কে পরের দিন শুরু থেকে ম্যাচে নামানো কঠিন”।

সেরা ছয়ে থাকা নিয়ে এখনই কোনও ভাবনা-চিন্তা নেই তাঁর শিবিরে। ম্যাচ ধরে ধরে এগনোরই পক্ষে কোচ চেরনিশভ। বলেন, “আমাদের কয়েকটা ম্যাচে ভাল খেলতে হবে ও জিততে হবে। তা হলেই আমরা সেরা ছয়ে থাকার ব্যাপারে ভাবনাচিন্তা করতে পারব। আইএসএলে এই মুহূর্তে আমরাই সবচেয়ে কম অভিজ্ঞ দল। বাকি দলগুলো অনেক বছর ধরে এই লিগে খেলছে। সে জন্য আমাদের সময় লাগবে। তাও আমরা ভাল খেলার চেষ্টা করছি। এখন আমার ভাবনায় শুধু পরবর্তী ম্যাচ রয়েছে। এ ছাড়া আর কিছু ভাবছি না”।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: হারের হ্যাটট্রিক এড়াতে বদ্ধপরিকর মহামেডানের সামনে প্রথম জয়ের খোঁজে থাকা হায়দরাবাদ 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia Innings Highlights: একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
West Bengal News Live: বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে,ফিরহাদ মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি কার্তিক মহারাজেরBangladesh News: বাংলাদেশে নৈরাজ্যের আবহে আজ 'বিজয় দিবস'। কলকাতা ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানKolkata News: কলকাতায় বসেই এশিয়ার নানা দেশের হরেক খাবার চেখে দেখার সুযোগ! কোথায়?Kolkata News: কিছুদিন পরেই বড়দিন, এরই মধ্যে ক্যালকাটা ক্লাবে আয়োজিত হল ৩৩ তম ‘বেকারি কার্নিভাল’

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia Innings Highlights: একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
West Bengal News Live: বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Bangladesh: ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
RG Kar Protest: সন্দীপ-অভিজিতের জামিনের প্রতিবাদ, ধর্নায় বসার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের
সন্দীপ-অভিজিতের জামিনের প্রতিবাদ, ধর্নায় বসার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের
Aadhaar Card Money Fraud: সাবধান ! আধার কার্ড দিয়ে টাকা তুলছেন, একটি ভুলেই খালি হবে অ্য়াকাউন্ট
সাবধান ! আধার কার্ড দিয়ে টাকা তুলছেন, একটি ভুলেই খালি হবে অ্য়াকাউন্ট
Allu Arjun: পুষ্পা ২-এ নিয়েছেন ৩০০ কোটি টাকা ! জানেন বছরে কত ট্যাক্স দিয়েছেন অল্লু অর্জুন ?
পুষ্পা ২-এ নিয়েছেন ৩০০ কোটি টাকা ! জানেন বছরে কত ট্যাক্স দিয়েছেন অল্লু অর্জুন ?
Embed widget