এক্সপ্লোর

Mohammedan Sporting: চার ম্যাচে এখনও জয়হীন হায়দরাবাদ, তাও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মহামেডান কোচ

Mohammedan Sporting: বিগত দুই ম্যাচে পরাজিত হওয়া মহামেডান ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া।

কলকাতা: চলতি আইএসএলে একমাত্র জয়ের পর টানা দুটি ম্যাচে হার মহমেডানকে (Mohammedan Sporting) লিগ টেবলে অনেকটা নীচে নামিয়ে দিলেও শনিবার ঘরের মাঠে জিততে পারলে তারা ফের কয়েক ধাপ ওপরে উঠে আসতে পারবে। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, যারা এখন পর্যন্ত লিগে জয়ের মুখ দেখতে পারেনি। তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সমর্থন নিয়ে এই ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কলকাতার দল।

কিন্তু হায়দরাবাদকে কম গুরুত্ব দিয়ে নিজেদের খেলায় কোনও পরিবর্তন বা তীব্রতা কমাতে বিন্দুমাত্র রাজি নন দলের কোচ আন্দ্রেই চেরনিশভ (Andrey Chernyshov)। তাঁর মতে, তাঁর দল আগের ম্যাচগুলিতে যেমন খেলেছে, তেমনই খেলবে।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের কাল আগের ম্যাচগুলোর মতোই ভাল খেলতে হবে। আমরা ঘরের মাঠে এখনও একটাও জয় পাইনি। সমর্থকেরা জয়ের অপেক্ষায় রয়েছে। আশা করছি, কাল আমরা ভাল খেলব ও জিতব। আমরা এই ম্যাচের জন্য ভাল প্রস্তুতি নিচ্ছি। ওদের চেয়ে আমরা যেহেতু লিগের প্রাক মরশুম প্রস্তুতি আগে শুরু করেছি, তাই সে দিক দিয়ে আমরা সুবিধা পেতে পারি। ওরা আমাদের মতোই দল। অনেকটা আমাদের মতো স্টাইলেই খেলে। গত ম্যাচে আমরা ভাল খেলেছিলাম। কিন্তু শেষের দিকে আমাদের শরীরিক অবস্থা তেমন ভাল ছিল না। গত ম্যাচে আমাদের কোথায় কোথায় সমস্যা ছিল কী কী ভুল হয়েছে, তা বিশ্লেষণ করেছি। দলের ছেলেদের সঙ্গেও কথা হয়েছে। ওরাও নিজেদের ভুল শোধরাতে চায়”।

প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি সম্পর্কে মহমেডান কোচের বক্তব্য, “হায়দরাবাদ গত বারও কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। এ বারও যাচ্ছে। কিন্তু এ বার ওদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। বিশেষত, ওদের বিদেশীরা। শুরুতে ওরা তেমন ভাল খেলতে না পারলেও ক্রমশ উন্নতি করছে। আমাদের মাথায় রাখতে হবে, ওরা বড় ক্লাব এবং জয়ে ফিরতে চায়। ওরা কাল আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চাইবে”।

গত কয়েকটি ম্যাচেই দেখা গিয়েছে, ৭০-৭৫ মিনিট পর থেকে ক্লান্তি ঘিরে ধরছে মহমেডান ফুটবলারদের। তাই ম্যাচের শেষ দিকেই প্রতিপক্ষরা তাদের সমস্যায় ফেলে দিচ্ছে। এ কথা স্বীকার করে কোচ বলেন, “ম্যাচের শেষ দিকে আমাদের খেলোয়াড়রা যখন ক্লান্ত হতে শুরু করছে, তখন বিপক্ষের ভাল খেলোয়াড়দের সঙ্গে পেরে উঠছে না। যেমন গত ম্যাচে শেষ দিকে কেরালার চারজন স্ট্রাইকার একসঙ্গে আক্রমণে উঠতে শুরু করে, আমাদের ডিফেন্ডারদের পক্ষে যা সামলানো কঠিন ছিল। আমাদের খেলোয়াড়রা হয়তো তখন যে ফল ছিল, মানে এক গোলে এগিয়ে থাকা বা ড্র, সেটাই ধরে রাখতে চেয়েছিল বলে রক্ষণাত্মক হয়ে পড়ে। ছেলেদের সঙ্গে কথা বলে এটাই বুঝেছি। কিন্তু এই মানসিকতা ঠিক না। ফল যাই হোক আমাদের ভাল খেলে যেতে হবে। অনুশীলনে আমরা এই নিয়ে অনেক কাজ করেছি। দেখা যাক এই মানসিকতা শোধরাতে পারি কি না”।

দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জোসেফ আজেই গত ম্যাচে গুরুতর চোট পান। এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কোচ জানান, “গত ম্যাচে গুরুতর চোট পেয়েছিল জোসেফ। তার পরে কয়েক দিন ও অনুশীলন করতে পারেনি। একজন খেলোয়াড় প্র্যাকটিস করতে না পারলে সেটা মোটেই ভাল না। আজই হয়তো প্র্যাকটিসে নামবে (বৃষ্টির জন্য এ দিন অনুশীলন বাতিল হয়ে যায়)। কিন্তু মাত্র এক দিন অনুশীলনের পর কোনও খেলোয়াড়কে পরের দিন শুরু থেকে ম্যাচে নামানো কঠিন”।

সেরা ছয়ে থাকা নিয়ে এখনই কোনও ভাবনা-চিন্তা নেই তাঁর শিবিরে। ম্যাচ ধরে ধরে এগনোরই পক্ষে কোচ চেরনিশভ। বলেন, “আমাদের কয়েকটা ম্যাচে ভাল খেলতে হবে ও জিততে হবে। তা হলেই আমরা সেরা ছয়ে থাকার ব্যাপারে ভাবনাচিন্তা করতে পারব। আইএসএলে এই মুহূর্তে আমরাই সবচেয়ে কম অভিজ্ঞ দল। বাকি দলগুলো অনেক বছর ধরে এই লিগে খেলছে। সে জন্য আমাদের সময় লাগবে। তাও আমরা ভাল খেলার চেষ্টা করছি। এখন আমার ভাবনায় শুধু পরবর্তী ম্যাচ রয়েছে। এ ছাড়া আর কিছু ভাবছি না”।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: হারের হ্যাটট্রিক এড়াতে বদ্ধপরিকর মহামেডানের সামনে প্রথম জয়ের খোঁজে থাকা হায়দরাবাদ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Science News: রাতের আকাশে উজ্জ্বলতম রূপে আবির্ভূত, গ্রহরাজ বৃহস্পতিকে দেখার সুবর্ণ সুযোগ হাজির
রাতের আকাশে উজ্জ্বলতম রূপে আবির্ভূত, গ্রহরাজ বৃহস্পতিকে দেখার সুবর্ণ সুযোগ হাজির
Humayun Kabir : IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের ! কোন 'এভিডেন্সের' কথা বললেন তিনি ?
IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের ! কোন 'এভিডেন্সের' কথা বললেন তিনি ?
Cricketer Death: ম্যাচের মাঝেই মাঠে লুটিয়ে পড়লেন রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটার, বাঁচাতে পারলেন না চিকিৎসকেরাও
ম্যাচের মাঝেই মাঠে লুটিয়ে পড়লেন রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটার, বাঁচাতে পারলেন না চিকিৎসকেরাও
IPL 2026: চিন্নাস্বামীতে ম্যাচ খেলতে আগ্রহী নয় আরসিবি! কোহলিদের নতুন 'হোমগ্রাউন্ড' হতে পারে এই মাঠ
চিন্নাস্বামীতে ম্যাচ খেলতে আগ্রহী নয় আরসিবি! কোহলিদের নতুন 'হোমগ্রাউন্ড' হতে পারে এই মাঠ

ভিডিও

I-PAC ED Raid: লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
TMC: 'যাঁরা বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখে, তাঁদের উচিত শিক্ষা দেবেন না?', কাদের নিশানা অভিষেকের
Coochbehar News: কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ
Dilip Ghosh: পশ্চিমবঙ্গে কোনও কিছুই সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয় : দিলীপ ঘোষ
BJP Protest: ডানলপে বিটি রোড অবরোধ, পুলিশকে চপ-সিঙাড়া বিলির চেষ্টা BJP-র

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: রাতের আকাশে উজ্জ্বলতম রূপে আবির্ভূত, গ্রহরাজ বৃহস্পতিকে দেখার সুবর্ণ সুযোগ হাজির
রাতের আকাশে উজ্জ্বলতম রূপে আবির্ভূত, গ্রহরাজ বৃহস্পতিকে দেখার সুবর্ণ সুযোগ হাজির
Humayun Kabir : IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের ! কোন 'এভিডেন্সের' কথা বললেন তিনি ?
IPAC অফিসে ইডি-র হানা কাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের ! কোন 'এভিডেন্সের' কথা বললেন তিনি ?
Cricketer Death: ম্যাচের মাঝেই মাঠে লুটিয়ে পড়লেন রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটার, বাঁচাতে পারলেন না চিকিৎসকেরাও
ম্যাচের মাঝেই মাঠে লুটিয়ে পড়লেন রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটার, বাঁচাতে পারলেন না চিকিৎসকেরাও
IPL 2026: চিন্নাস্বামীতে ম্যাচ খেলতে আগ্রহী নয় আরসিবি! কোহলিদের নতুন 'হোমগ্রাউন্ড' হতে পারে এই মাঠ
চিন্নাস্বামীতে ম্যাচ খেলতে আগ্রহী নয় আরসিবি! কোহলিদের নতুন 'হোমগ্রাউন্ড' হতে পারে এই মাঠ
Khawaja Asif: ‘ভারতের সঙ্গে যুদ্ধের পর থেকেই হু হু করে বিকোচ্ছে যুদ্ধবিমান, ঋণ নেওয়ার দরকার নেই আর’, দাবি পাকিস্তানের
‘ভারতের সঙ্গে যুদ্ধের পর থেকেই হু হু করে বিকোচ্ছে যুদ্ধবিমান, ঋণ নেওয়ার দরকার নেই আর’, দাবি পাকিস্তানের
Tilak Varma: টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা খেল ভারত, অস্ত্রোপচার হল ক্রিকেটারের, কবে ফিরবেন মাঠে?
টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা খেল ভারত, অস্ত্রোপচার হল ক্রিকেটারের, কবে ফিরবেন মাঠে?
Ketu Gochar: যে কোনও কাজেই চ্যালেঞ্জ, চাকরিতে সঙ্কটের আশঙ্কা, কঠিন লড়াই করতে হবে এই রাশিতে!
যে কোনও কাজেই চ্যালেঞ্জ, চাকরিতে সঙ্কটের আশঙ্কা, কঠিন লড়াই করতে হবে এই রাশিতে!
Deadly Kiss: দেখা করতে গিয়ে আবেগঘন চুম্বন প্রেমিকার, তার পরই অস্বস্তি শুরু, জেলের মধ্য়ে বেঘোরে মৃত্যু প্রেমিকের
দেখা করতে গিয়ে আবেগঘন চুম্বন প্রেমিকার, তার পরই অস্বস্তি শুরু, জেলের মধ্য়ে বেঘোরে মৃত্যু প্রেমিকের
Embed widget