Mohun Bagan: শেষ ৬ ম্যাচে জামশেদপুরের কাছে অপরাজিত মোহনবাগান, কোথায়-কখন দেখবেন সেমিফাইনাল?
Indian Super League: মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গত ছ’টি ম্যাচে জিততে পারেনি জামশেদপুর এফসি। দু’টিতে ড্র ও চারটিতে হেরেছে।

কলকাতা: বৃহস্পতিবার আইএসএল সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) ও জামশেদপুর এফসি। চলতি লিগে যে দু’বার মুখোমুখি হয় এই দুই দল, তার প্রথমবার কলকাতার দল দাপুটে জয় পেলেও জামশেদপুর তাদের ঘরের মাঠে ১-১-এ আটকে দেয় শিল্ডজয়ীদের। নভেম্বরে ঘরের মাঠে আধিপত্য ফিরিয়ে এনে ৩-০-য় জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই জয়েই লিগ টেবলে শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-কে টপকে এক নম্বরে উঠে যায় তারা। প্রতিবেশী রাজ্যের দলকে কার্যত কোণঠাসা করে রাখে সবুজ-মেরুন বাহিনী। সারা ম্যাচে যেখানে আটটি শট গোলে রাখে কলকাতার দল, সেখানে দু’টির বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি ইস্পাতনগরীর দল।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় গোলের খাতা খোলেন টম অলড্রেড। বিরতির ঠিক আগে সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে চলতি লিগের প্রথম গোল করে ব্যবধান বাড়িয়ে নেন লিস্টন কোলাসো। দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের মাথায় অনায়াসে তৃতীয় গোল করেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। ৮৩ মিনিটের মাথায় কোলাসোর শট পোস্টে ধাক্কা না খেলে হয়তো সে দিন চার গোলে জিততে পারত মোহনবাগান সুপার জায়ান্ট।
জানুয়ারিতে ফিরতি লিগের ম্যাচ ১-১ রেখে মাঠ ছাড়ে করে তারা। প্রথমার্ধে দাপট বজায় রাখলেও দ্বিতীয়ার্ধে সেই দাপট সে ভাবে বজায় রাখতে পারেনি সবুজ-মেরুন বাহিনী। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ইস্পাত-বাহিনী। তাই ব্যবধান ধরে রাখতে পারেনি গতবারের শিল্ড চ্যাম্পিয়নরা, পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন বাগান-অধিনায়ক ডিফেন্ডার শুভাশিস বোস। দ্বিতীয়ার্ধে ক্রমশ খেলায় ফিরে আসে জামশেদপুর এবং আক্রমণের তীব্রতা বাড়ায়। ৬০ মিনিটের মাথায় তাদের নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজের গোলে সমতা আনে তারা।
সেই ম্যাচে ১৩টি শট নেয় মোহনবাগান সুপার জায়ান্ট, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। কিন্তু মাত্র একটি থেকে গোল করতে পারে তারা। প্রতিপক্ষকে তারা পাঁচটির বেশি শট নিতে দেয়নি, যার মধ্যে একটি ছিল লক্ষ্যে এবং সেটি থেকেই গোল পায় ইস্পাতনগরীর দল।
পজেশন, পাসিং-এও এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয়সূচক গোলটি তুলে নিতে পারেনি বাগান-বাহিনী। প্রথমার্ধেই আটটি গোলের সুযোগ তৈরি করে তারা। দ্বিতীয়ার্ধেও আটটি। এতগুলি সুযোগ পেয়েও একটির বেশি গোল করতে না পারার মাশুলই বাগান-বাহিনীকে দিতে হয় দুই পয়েন্ট হাতছাড়া করে। বৃহস্পতিবার সেই ম্যাচের পুনরাবৃত্তি নিশ্চয়ই চাইবে না শিল্ডজয়ীরা। প্রথম ম্যাচের মতো ফল অর্জন করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ম্যাকলারেনরা।
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গত ছ’টি ম্যাচে জিততে পারেনি জামশেদপুর এফসি। দু’টিতে ড্র ও চারটিতে হেরেছে। বৃহস্পতিবারের ম্যাচেও তারা জিততে না পারলে আইএসএলের কোনও দলের বিরুদ্ধে দীর্ঘতম জয়হীন সময় আসবে তাদের। শেষ দু’টি হোম ম্যাচেই হেরেছে ইস্পাতনগরীর দল। দুই ম্যাচেই একাধিক গোল খেয়েছে তারা। এ মরশুমে তাদের বক্সে প্রতিপক্ষদের গড়ে প্রতি ম্যাচে ২৪ বার করে বল ছুঁতে দিয়েছে জামশেদপুর এফসি, যা চলতি লিগে সর্বোচ্চ।
চলতি আইএসএলে শেষ ছ’টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর মধ্যে তিনটিতে জিতেছে তারা ও তিনটিতে ড্র করেছে। এই ছ’টি ম্যাচে ১৩ গোল দিয়ে চার গোল খেয়েছে তারা। আসন্ন ম্যাচেও তারা অপরাজিত থাকলে আইএসএলে টানা সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার ক্লাব নজির গড়বে তারা। আইএসএল প্লে অফে শেষ ছ’টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে সবুজ-মেরুন বাহিনী। শুধু গত মরশুমের ফাইনালে তারা মুম্বই সিটি এফসি-র কাছে ১-৩-এ হেরে গিয়েছিল।
আইএসএল প্লে অফে হোসে মোলিনার দল কখনও হারেনি। ২০১৬-য় দু’টি ড্র ও একটি জয় পেয়েছিল তাঁর প্রশিক্ষণাধীন এটিকে। গত দু’টি অ্যাওয়ে ম্যাচে অ্যাসিস্ট করার পর জেসন কামিংসের সামনে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে অ্যাসিস্ট করা সবুজ-মেরুন বাহিনীর প্রথম খেলোয়াড় হওয়ার সুযোগ রয়েছে। আইএসএলে ৫০তম গোল অবদান থেকে আর মাত্র দুই ধাপ দুরে হাভিয়ে হার্নান্ডেজ (২৯ গোল, ১৯ অ্যাসিস্ট)।
দ্বৈরথের ইতিহাস
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। পাঁচটিতে জিতেছে কলকাতার দল। তিনটিতে জামশেদপুর এফসি এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মধ্যে ম্যাচে মোহনবাগান ১৪টি ও জামশেদপুর আটটি গোল করেছে। আইএসএল প্লে অফে এই প্রথম মুখোমুখি হতে চলেছে দুই দল।
২০২০-২১- জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী এটিকে মোহনবাগান, ফল ১-০।
২০২১-২২- জয়ী জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী জামশেদপুর এফসি, ফল ১-০।
২০২২-২৩- জয়ী এটিকে মোহনবাগান, ফল ১-০ এবং ০-০ ড্র।
২০২৩-২৪- জয়ী এটিকে মোহনবাগান, ফল ৩-২ ও জয়ী এটিকে মোহনবাগান, ফল ৩-০।
২০২৪-২৫- জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট, ফল ৩-০ ও ১-১ ড্র।
কাদের ম্যাচ
সেমিফাইনাল ২, প্রথম লেগে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
কোথায় খেলা
জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর
কখন খেলা
৩ এপ্রিল, ২০২৫, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং
স্টার স্পোর্টস ৩- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালি ও জিওহটস্টারে দেখা যাবে সরাসরি সম্প্রচার (সৌ: আইএসএল মিডিয়া)






















