Fifa World Cup: আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস মুখোমুখি মহারণে কে এগিয়ে?
Qatar World Cup 2022: মেসিদের ভয়ের কারণ ভার্জিল ফন ডাইক, ডি লিখট, জুরিয়েন তিম্বার ও নাথান অ্যাকেদের নিয়ে গড়া অভেদ্য রক্ষণ। এ ছাড়াও গাকপো, ক্লাসেন ও ডিপাইরাও কম যান না
দোহা: কাতার বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে আজ গভীর রাতে মুখোমুখি নামতে চলেছে আর্জেন্তিনা ও নেদারল্যান্ড (Argentina vs Netherlands)। মেসিদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে তা জানার জন্য উৎসুক থাকবেন অসংখ্য ফুটবল সমর্থক। কিন্তু পরিসংখ্যান কিন্তু কিছুটা চিন্তায় রাখবে নীল সাদা সমর্থকদের। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে মোট ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে ডাচরা। ২টো ম্যাচ ড্র হয়েছে।
১৯৯৮ সালে আর্জেন্তিনাকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডল। ২০১৪ সালে শেষ পর্যন্ত সেমিফাইনালে নীল সাদা জার্সিধারীদের কাছে হেরে ডাচরা। সেই ম্যাচে মেসিকে আটকানোর চেষ্টা বৃথা যায়।
মেসি এখনও বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে নয়টি গোল করেছেন। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে জোড়া গোল করলেই আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। এখনও পর্যন্ত গ্যাব্রিয়েল বাতিস্তুতা লা আলবিসেলেস্তের হয়ে বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১০ গোল করেছেন। মেসির সামনে তাঁকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে। প্রসঙ্গত, ব্রাজিল-আর্জেন্তিনা উভয় দলই নিজেদের ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছতে মরিয়া হয়ে মাঠে নামবে। সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারে দুই দল।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ কবে?
আজ ৯ ডিসেম্বর গভীর রাতে মানে ভারতীয় সময় ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে।
কোথায় হবে খেলা?
কাতারের লুসেইল স্টেডিয়ামে হবে দ্বিতীয় কােয়ার্টার ফাইনাল।
কখন শুরু হবে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ?
ভারতীয় সময় অনুসারে ১০ ডিসেম্বর রাত ১২.৩০-এ খেলা শুরু হবে।
কোথায় দেখা যাবে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস এই ম্যাচটি?
স্পোর্টস ১৮-তে দেখা যাবে এই খেলা।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে লাইভ ম্যাচ।