Fifa World Cup: 'একটা হারে পৃথিবী উল্টে যায়নি', মেসিদের সমর্থনে কী বললেন নাদাল?
Qatar World Cup 2022: রাফায়েল নাদালকে পাশে পেল নীল সাদা শিবির। মেসি বাহিনী ঠিক ঘুরে দাঁড়াবে, এমনটাই মনে করেন স্প্যানিশ টেনিস সুপারস্টার।
দোহা: কাতার বিশ্বকাপ এক সপ্তাহের মধ্যেই একাধিক অঘটনের সঙ্গী থেকেছে। আর্জেন্তিনার (Argentina) মত হট ফেভারিট দলকে তাদের অভিযান শুরুর ম্যাচে হারতে হয়েছে এশিয়ার সৌদি আরবের বিরুদ্ধে। এগিয়ে থেকেও হারতে হয়েছে সৌদির বিরুদ্ধে। আজ মেক্সিকোর বিরুদ্ধে তাই লিওনেল স্কালোনির দলের কাছে ডু অর ডাই ম্যাচ। আর গুরুত্বপূর্ণ ম্য়াচে নামার আগে রাফায়েল নাদালকে পাশে পেল নীল সাদা শিবির। মেসি বাহিনী ঠিক ঘুরে দাঁড়াবে, এমনটাই মনে করেন স্প্যানিশ টেনিস সুপারস্টার।
কী বলছেন নাদাল?
বিশ্ব টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল বলেন, ''আমি কট্টরদের দলে পড়ি না। ভীষণ উচ্ছ্বসিত হই না আবার দলের বিপর্যয়ে মুষড়েও পড়ি না। একটা হারে পৃথিবীটা তো উল্টে যায়নি। ওরা একটা ম্যাচ হেরে গিয়েছে, এখনও দুটো বাকি রয়েছে। অন্তত ওঁরা সম্মান এবং সমর্থকদের তাদের প্রতি বিশ্বাস আশা করে।''
সৌদির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। নাদাল বলছেন, ''এর আগে অনেকবার মেসি প্রতিপক্ষের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে। কিন্তু একজন ফুটবলপ্রেমী হিসেবে এরকম একজন প্লেয়ারকে সমীহ করা উচিত। লা লিগায় আমরা বারবার দেখেছি যে মেসির সেরা মুহূর্তগুলো। আমি মনে করি মেসি বিশ্ব ফুটবল ও বিশ্ব ক্রীড়ায় একজন অন্যতম সেরা ব্যক্তিত্ব।''
কে এই ড্যানিয়েলে ওরসাতো?
আর্জেন্তিনা বনাম মেক্সিকো ম্যাচে আজ একজন ইলেকট্রিশিয়ান ম্যাচ পরিচালনা করবেন। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডর ও কাতারের বিরুদ্ধে যে ম্য়াচ হয়েছিল, তাতে ম্যাচ পরিচালনা করেছিলেন এই ওরসাতো। ১৯৭৫ সালের ২৩ নভেম্বর ইতালির একটি ছোট্ট শহরে জন্ম হয় ওরসাতোর। পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন ওরসাতো প্রথমে। এরপরই এক বন্ধুর পরামর্শে ফুটবল দুনিয়ায় পা রাখেন ও রেফারির কোর্স করেন। ২০১২ সালে ৩৫ বছর বয়সে প্রথমবার আন্তর্জাতিক ম্য়াচে পরিচালনা করেন ড্যানিয়েলে। ইউরো কাপে আর্মেনিয়া বনাম স্লোভাকিয়া ম্যাচে প্রথমবার ম্য়াচ পরিচালনার দায়িত্ব সামলান তিনি।
কাতার বিশ্বকাপ এক সপ্তাহের মধ্যেই একাধিক অঘটনের সঙ্গী থেকেছে। আর্জেন্তিনার (Argentina) মত হট ফেভারিট দলকে তাদের অভিযান শুরুর ম্যাচে হারতে হয়েছে এশিয়ার সৌদি আরবের বিরুদ্ধে। এগিয়ে থেকেও হারতে হয়েছে সৌদির বিরুদ্ধে। আজ মেক্সিকোর বিরুদ্ধে তাই লিওনেল স্কালোনির দলের কাছে ডু অর ডাই ম্যাচ। আর গুরুত্বপূর্ণ ম্য়াচে নামার আগে রাফায়েল নাদালকে পাশে পেল নীল সাদা শিবির। মেসি বাহিনী ঠিক ঘুরে দাঁড়াবে, এমনটাই মনে করেন স্প্যানিশ টেনিস সুপারস্টার।