Santosh Trophy: পিছিয়ে পড়েও দুরন্ত জয় বাংলার, সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল সঞ্জয় সেনের দল
West Bengal vs Odisha: ৭৮তম সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা । এ নিয়ে ৫২তম বার সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা ।
হায়দরাবাদ: সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) অপ্রতিরোধ্য গতিতে দৌড়চ্ছে সঞ্জয় সেনের বাংলা । বৃহস্পতিবার হায়দরাবাদের ডেকান এরেনায় কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে ৩-১ গোলে উড়িয়ে দিল বাংলা (Bengal vs Odisha) । ৭৮তম সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা ।
যদিও ম্যাচের শুরুটা ভাল হয়নি বাংলার । কিক অফের পর ২৫ মিনিটের মাথায় রাকেশ ওরাঁওয়ের গোলে এগিয়ে যায় ওড়িশা । বিরতির ঠিক আগের মুহূর্তে সমতায় ফেরে বাংলা । নরহরি শ্রেষ্ঠ (Narohari Shrestha) গোল করে ম্যাচে বাংলাকে সমতায় ফেরান । দ্বিতীয়ার্ধে আরও দুই গোল বাংলার । ৭৭ মিনিটে গোল করেন রবি হাঁসদা । পরিবর্ত হিসাবে নামা মনোতোষ মাজি সংযুক্ত সময়ে (৯০+২ মিনিট) গোল করে ৩-১ করে দেন । এ নিয়ে ৫২তম বার সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা ।
Bengal take care of a fighting Odisha to make the penultimate round 🙌🏼#SantoshTrophy #IndianFootball ⚽️ pic.twitter.com/tMAPF4KOi9
— Indian Football Team (@IndianFootball) December 26, 2024
টুর্নামেন্টে মোট ৯ গোল হয়ে গেল রবি হাঁসদার । গোলদাতাদের তালিকায় শীর্ষে এখন রবি হাঁসদাই । চলতি টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসাবে বাংলার তিনকাঠি ভেদ করে ওড়িশা । খেলার ২৫ মিনিটে রাকেশ ওরাওঁয়ের গোলে এগিয়ে যায় ওড়িশা । সুপ্রিয়, নরহরি, রবিদের সেই সময় মাঠে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না । ওড়িশা আরও একটি গোল করে ফেলতে পারত । তাদের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় । প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলাকে সমতায় ফেরান নরহরি ।
আরও পড়ুন: 'এদের সঙ্গে হেসে কথা বলিস না', কোহলির বার্তা ভাইরাল, যশস্বীকে ধমক রোহিতের
তবে বিরতিতে কোচ সঞ্জয় সেনের ভোকাল টনিকেই উজ্জীবিত হয়ে ওঠে বাংলা । দ্বিতীয়ার্ধে দেখা যায় সম্পূর্ণ অন্য বাংলাকে । একের পর এক আক্রমণে বেসামাল হয়ে যায় ওড়িশার রক্ষণ । ৭৭ মিনিটে রবি হাঁসদা গোল করে এগিয়ে দেন দলকে । দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ওড়িশাকে শেষ ধাক্কাটি দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা মনোতোষ ।