Santosh Trophy: জ্বলছে রাজ্য, তবে তার প্রভাব পড়ল না মাঠে, টানা তিন ম্যাচ জিতে সন্তোষ ট্রফির পরের পর্বে মণিপুর
Santosh Trophy 2024: মঙ্গলবার ত্রিপুরাকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ 'ডি'-তে চ্যাম্পিয়ন হয় মণিপুর।
প্রসেনজিৎ সাহা, আগরতলা: অগ্নিগর্ভ মনিপুর, চারদিকে জ্বলছে অশান্তির আগুন। এরই মাঝে আগরতলায় সন্তোষ ট্রফির (Santosh Trophy) গ্রুপ 'ডি'-তে চ্যাম্পিয়ন হল মনিপুর ফুটবল দল। অপরাজিতভাবেই তারা পৌঁছে গেল ৭৮তম সন্তোষ ট্রফির ফাইনাল পর্বে। বাছাই পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে মণিপুর (Manipur)।
প্রথম ম্যাচে সিকিমকে ৬-১ গোলে হারায় মণিপুর। দ্বিতীয় ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে ম্যাচ শেষে মিজোরামের বিরুদ্ধেও ২-১ গোলে জেতে তারা। আজ গ্রুপের তৃতীয় ম্যাচে ত্রিপুরাকেও তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করে মণিপুর। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের দুইটি গোলই দ্বিতীয়ার্ধে আসে। মঙ্গলবার সন্ধ্যায় ম্যাচ শেষে মনিপুরের পতাকা নিয়ে দর্শকদের প্রতি তাদের অভিবাদন জানান ফুটবলাররা।
রাজ্যের পরিস্থিতি একেবারেই অনুকূল নয়, তা সত্ত্বেও দলের এই অনবদ্য পারফরম্যান্স রাজ্যবাসীকে খানিকটা হলেও উল্লাসের সুযোগ করে দেবে বলে আশাবাদী দলের প্রধান কোচ কামেই জয় রঙমেই। ম্যাচ শেষে তিনি জানান, 'ভীষণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দল গঠন করতে হয়েছে আমাদের। আশা করছি এই জয় কিছুটা হলেও রাজ্যবাসীদের আনন্দের কারণ হবে।'
এদিন খেলা দেখতে মাঠে আসেন ত্রিপুরা বনাম মণিপুরের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্বয়ং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজের রাজ্য হারলেও তিনি কিন্তু জয়ের জন্য মনিপুর দলকে অভিনন্দন জানান। পাশাপাশি প্রতিক্রিয়া দিতে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, 'মনিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, দ্রুত সমাধান হবে।'
অপরদিকে, সন্তোষ ট্রফির বাছাই পর্বে বাংলার ফুটবল দলের দাপট চলছে। কল্যাণী স্টেডিয়ামে গোলের বন্যা বাংলার। সোমবার সন্তোষ ট্রফির বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৭-০ গোলে বিধ্বস্ত করো বাংলা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে ৪-০ গোলে হারিয়েছছিল বাংলা। সোমবার ফের বড় জয়ের পর গ্রুপের শীর্ষেই রইল বাংলা। গ্রুপের সেরা হয়ে মূল পর্বে ওঠাই লক্ষ্য কোচ সঞ্জয় সেনের। শেষ ম্যাচে কিন্তু বিহারের বিরুদ্ধে ড্র করলেই বাংলা পরের বছর হায়দরাবাদে ১২ দলের টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এক দশকে প্রথমবার গোটা বছরে জয়হীন ভারত, তাও এশিয়ান কাপ খেলা নিয়ে আশার সুর কোচ মার্কেজের গলায়