(Source: ECI/ABP News/ABP Majha)
Fifa World Cup: এমনটাও সম্ভব! মেসিদের হারানোর পর বিশ্ববন্দিত সৌদি আরবের ফুটবলাররা
Argentina vs Saudi Arabia: তার ৫ মিনিটের মধ্যে আলদসারি ২-১ করেন। বক্সের বাঁদিক থেকে তাঁর গোলার মতো শটের কোনও হদিশ পাননি আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
দোহা: এমনটাও সম্ভব! ইংল্য়ান্ড, ফ্রান্স, বেলজিয়াম বা পর্তুগালের মত দল হলে আলাদা ব্যাপার ছিল। কিন্তু তা বলে সৌদি আরব? আর্জেন্তিনার হার যেন কিছুতেই বিশ্বকাপ করতে পারছেন না নীল সাদা সমর্থকরা। মেসিদের হারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি।
Saudi Arabia
Messi fans right now #ARGSAU pic.twitter.com/kc8Nl1Zb5H
— Foresay Sports Hindi (@ForesayHindi) November 22, 2022
YALLA SAUDI ARABIA!!! YOU GUYS ARE TOP!!!#FIFAWorldCup pic.twitter.com/RvQDCUesbe
— MunimRMCF ¹⁴^³⁵ (@rmcfmunim) November 22, 2022
SaudiaArabia right now #FIFAWorldCup pic.twitter.com/atXSkVyKaU
— fantastique (@Spectakyeler) November 22, 2022
টুর্নামেন্ট শুরুর আগেই জার্মানির কিংবদন্তি য়ুর্গেন ক্লিন্সম্যান ভবিষ্যদ্বাণী করেছিলেন, অঘটনের বিশ্বকাপ হবে এবার।
ফুটবল পণ্ডিতরা হয়তো ভাবতেও পারেননি যে, ক্লিন্সম্যানের কথা এত তাড়াতাড়ি ফলে যাবে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্তিনা। যাদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল। সৌদি আরব আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল (Argentina vs Saudi Arabia)। অঘটনের বিশ্বকাপ যেন শুরু হয়ে গেল মঙ্গলবার, টুর্নামেন্টের তৃতীয় দিনই।
এই ম্যাচের আগে আর্জেন্তিনার সঙ্গী ছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির ইতালি। বলাবলি হচ্ছিল, ইতালির সেই রেকর্ড এবারের বিশ্বকাপেই ভেঙে দিতে পারে লা আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথম ম্যাচেই সেই সম্ভাবনা ধাক্কা খেল। বরং রেকর্ড গড়ল সৌদি আরব। ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্য়ে এই প্রথম কোনও টুর্নামেন্টের একটি ম্য়াচে ২ গোল দিল সৌদি আরব।
৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিল আর্জেন্তিনা। ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব। খেলার গতির বিরুদ্ধেই গোল খেয়ে বসে আর্জেন্তিনা। ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান আলশেহরি। তার ৫ মিনিটের মধ্যে আলদসারি ২-১ করেন। বক্সের বাঁদিক থেকে তাঁর গোলার মতো শটের কোনও হদিশ পাননি আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২ গোল হজম করে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে আর্জেন্তিনা। কিন্তু বিপক্ষের গোলমুখ আর খুলতে পারেনি।