এক্সপ্লোর
ভারতীয় ক্রিকেটের চেহারা পাল্টে দিয়েছিলেন ধোনি, বলছেন মইন খান
ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে যায় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মইন খান। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ভারতীয় ক্রিকেটের ছবি বদলে দেওয়ার জন্য আমি ধোনিকেই কৃতিত্ব দেব। প্রকৃতপক্ষে ধোনিই এই কাজটা করেন। যদিও শুরুটা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এই কারণেই ভারতে এখন এত বেশি উচ্চমানের ক্রিকেটাররা উঠে আসছেন।এতে তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি প্রচুর বেড়ে গিয়েছে।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে যায় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মইন খান। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ভারতীয় ক্রিকেটের ছবি বদলে দেওয়ার জন্য আমি ধোনিকেই কৃতিত্ব দেব। প্রকৃতপক্ষে ধোনিই এই কাজটা করেন। যদিও শুরুটা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এই কারণেই ভারতে এখন এত বেশি উচ্চমানের ক্রিকেটাররা উঠে আসছেন।এতে তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি প্রচুর বেড়ে গিয়েছে।
উল্লেখ্য, ২০০৪-এ সৌরভের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। এখনও পর্যন্ত দেশের হয়ে সাড়ে তিনশ একদিনের ম্যাচ, ৯০ টেস্ট ও ৯৮ টি ২০ ম্যাচ খেলেছেন ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেট একমাত্র অধিনায়ক হিসেবে একদিনের বিশ্বকাপ, টি ২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে ধোনির। তাঁর নেতৃত্বেই ভারত টেস্ট ও একদিনের ক্রিকেটে আইসিসি-র র্যা ঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এসেছিল।
২০১৯-এর বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে এখনও পর্যন্ত ধোনি কোনও ম্যাচ খেলেননি।
২০০৪-এ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মইন মনে করেন, বর্তমান প্রজন্মের মধ্যে বিরাট কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি অনেক রেকর্ডই ভাঙবেন এবং কিংবদন্তী হয়ে ওঠার ক্ষমতাও রয়েছে তাঁর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement