সহকারি রেফারিকে কুরুচিকর মন্তব্য, জাতীয় দলের হয়ে চার ম্যাচ সাসপেন্ড মেসি
জুরিখ: রেফারির সঙ্গে অশালীন ব্যবহার করায় চার ম্যাচের জন্য নির্বাসিত হলেন আর্জেন্তিনীয় ফুটবলার লিওনেল মেসি।
মঙ্গলবার, এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। অর্থাৎ, জাতীয় দলের হয়ে আগামী চারটি ম্যাচ খেলতে পারবেন না এই তারকা। একইসঙ্গে তাঁকে ১০ হাজার সুইস ফ্রাঁ (ভারতীয় মুদ্রায় প্রায় ৬লক্ষ টাকা) জরিমানাও করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলির বিরুদ্ধে ম্যাচের পর সহকারী রেফারির উদ্দেশ্যে মেসি কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। মেসির পেনাল্টির দৌলতে ওই ম্যাচ ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
আগামী, মঙ্গলবার রাতেই বলিভিয়ার সঙ্গে আর্জেন্তিনার বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী ম্যাচ। সেই ম্যাচ থেকেই শাস্তি কার্যকর হবে মেসির। ম্যাচের মাত্র ৬ ঘন্টা আগে মেসির শাস্তির খবর পেয়ে চাপে আর্জেন্তিনা।
ইতিমধ্যেই, নির্বাসনের বিরুদ্ধে আবেদন করা হবে বলে জানিয়ে দিয়েছে আর্জেন্তিনীয় ফুটবল ফেডারেশন। দল এখন বলিভিয়ার সান্তা ক্রুজে রয়েছে। সেখান থেকেই দলের সচিব জর্জে মিয়াদোস্কি জানান, তাঁরা আবেদন জানাবেন।
তাঁর বক্তব্য, সহকারি রেফারি তখন কোনও প্রতিবাদ করেননি। উপরন্তু, ম্যাচ রেফারির রিপোর্টে এর কোনও উল্লেখ নেই। ফলে, বলিভিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই খবর অত্যন্ত হতাশাজনক। তিনি যোগ করেন, নির্বাসনের খবরে হতাশ হয়ে পড়েছেন মেসি।
মেসিকে ছাড়া মাঠে নামতে কেন ভয় পাচ্ছে আর্জেন্তিনা, তার কারণ একটা ছোট্ট পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে যাবে। এখনও পর্যন্ত ১৩টি ২০১৮ বিশ্বকাপ যোগ্যতানির্ণায়ক ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তাঁর দল।
কিন্তু, এর মধ্যে যে ৬টি ম্যাচ খেলেছেন মেসি, তার মধ্যে পাঁচটিতে জয় এসেছে। অন্যদিকে, বাকি ৭টি ম্যাচের মধ্যে মাত্র একটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তে।