এদিন এক অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল ধনসিংহ থাপা, কর্নেল এন জে নায়ার, হাভিলদার হাংপান দাদা এবং সুবেদার জোগিন্দর সিংহের নামে ব্লক উন্মোচন করা হয়।
2/6
ঐতিহ্যের ইডেন গার্ডেন্স জায়গা পেলেন দেশের চার বীর সেনানী। চার সেনাকর্মীর নামে নামাঙ্কিত হল স্টেডিয়ামের চারটি ব্লক। শুক্রবার এই সিদ্ধান্ত নিল সিএবি।
3/6
কর্নেল থাপা লাদাখে চিনা আগ্রাসন রুখতে বড় ভূমিকা নিয়েছিলেন। যে কারণে তাঁকে পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। এদিন তাঁর নামের ব্লক উন্মোচন করেন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর ইস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং বেঙ্গল এরিয়া লেফটেন্যান্ট গিরিরাজ সিংহ এবং সিএবি-র যুগ্ম সম্পাদক অভিষেক ডালমিয়া।
4/6
হাভিলদার হাংপান দাদার নামাঙ্কিত ব্লক উন্মোচন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জম্মু ও কাশ্মীরের নওগামে জঙ্গি মোকাবিলা করতে গিয়ে চূড়ান্ত বলিদান দেন তিনি। তাঁকে মরণোত্তর অশোক চক্র প্রদান করা হয়।
5/6
মরণোত্তর পরমবীর চক্র বিজেতা সুবেদার জোগিন্দর সিংহের নামাঙ্কিত ব্লক উন্মোচন করেন ইস্টার্ন আর্মি কম্যান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দুষ্মন্ত সিংহ এবং সিএবি যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায়।
6/6
কর্নেল এন জে নায়ারের নামের ব্লক উন্মোচন করেন ইস্টার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বকসী। নাগাল্যান্ডে প্রায় ১০০ জঙ্গির অনুপ্রবেশ রুখতে গিয়ে তিনি চরম বলিদান দেন। তাঁকে মরণোত্তর অশোক চক্র ও কীর্তি চক্র প্রদান করা হয়।