French Open: মহিলাদের সিঙ্গলসে ফরাসি ওপেনের ফাইনালে কোকো গফ, সামনে শিয়নটেক
French Open 2022: স্ট্রেট সেটে জয় পান তিনি। ২০০৪ সালে মারিয়া শারাপোভা গ্র্য়ান্ডস্লাম জিতেছিলেন। তার পর সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছলেন কোকো গফ।
প্যারিস: রোল্যা গাঁরো দুরন্ত কোকো গফ। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই মহিলা তারকা টেনিস প্লেয়ার। সেমিফাইনালে ইতালি মার্টিনা ট্রেভিলসেনকে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল কোকোর পক্ষে ৬-৩,৬-১। এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছলেন কোকো গফ। স্ট্রেট সেটে জয় পান তিনি। ২০০৪ সালে মারিয়া শারাপোভা গ্র্য়ান্ডস্লাম জিতেছিলেন। তার পর সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছলেন কোকো গফ। ফাইনালে বিশ্বের ১ নম্বর ইগা শিয়নটেক।
ইগা সেমিফাইনালে হারিয়েছেন তার থেকে ১৯ ধাপ নিচে থাকা দারিয়া কাসাতকিনাকে। এক প্রকার প্রায় হেলায় উড়িয়ে দিয়েছেন তিনি প্রতিপক্ষকে। স্ট্রেট সেটে ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন শিয়নটেকও। খেলার ফল শিয়নটেকের পক্ষে ৬-২,৬-১।
পোলিশ টেনিস তারকা শিয়নটেক এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর। সেরেনা উইলিয়ামসের নজির ছুঁয়েছেন তিনি এই জয়ের সঙ্গে সঙ্গেই। টানা ৩৪ টি ম্যাচ জিতেছিলেন সেরেনা। সেই নজিরই ছুঁলেন তিনি। এর আগে ২০২০ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। আরও একবার এই টুর্নামেন্টে খেতাব জয়ের সুযোগ।
জকােভিচকে হারিয়ে দিয়েছিলেন নাদাল
২ দিন আগেই টান টান ম্যাচে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে উড়িয়ে দিয়েছিলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। চার সেটের ম্যাচে নাদালের পক্ষে ফলাফল ৬-২, ৪-৬, ৬-২ ও ৭-৬ । আর সাথে সাথে ফরাসি ওপেনের (French Open) সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি। জকোভিচের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেটে এগিয়ে যান নাদাল। পরের সেটেই অবশ্য কামব্যাক করেন বিশ্বের এক নম্বর তারকা। তৃতীয় সেটে আবার দাপট দেখান স্প্যানিয়ার্ড। চতুর্থ সেটে জোরাল প্রত্যাবর্তনের চেষ্টা করেও শেষলাভ হয়নি জকোভিচের। শেষ হাসি হাসেন নাদালই।
আগামীকাল সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার ভেরেভের মুখোমুখি হচ্ছেন রোলা গ্যাঁরোয় ১৩ বারের চ্যাম্পিয়ন। এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারলেই মিলে যাবে রবিবারের ফাইনালের টিকিট।