Sachin Tendulkar: গণেশ আরাধনায় সচিন, নিজেই করলেন আরতি, ভক্তদের জানালেন শুভেচ্ছাবার্তা
Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2023) উৎসবে মাতোয়ারা দেশ। সিনেদুনিয়া থেকে শুরু করে খেলার ময়দানের তারকা, গণপতির আরাধনায় মগ্ন সকলে।
মুম্বই: গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2023) উৎসবে মাতোয়ারা দেশ। সিনেদুনিয়া থেকে শুরু করে খেলার ময়দানের তারকা, গণপতির আরাধনায় মগ্ন সকলে।
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যেমন। সচিনের বাড়িতেও প্রতি বছর গণপতির আরাধনা হয়। প্রত্যেকবারই সচিন সোশ্যাল মিডিয়ায় গণেশ আরাধনার ছবি ও ভিডিও পোস্ট করেন। এবারও তার অন্যথা হল না। সচিন সোশ্যাল মিডিয়ায় গণেশ বন্দনার ভিডিও পোস্ট করেছেন। এদিন বাড়ির গণেশ পুজোর ভিডিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে সচিনকে দেখা যায় ভারতীয় সাজে। পরনে পাজামা-পাঞ্জাবি। পাশে রয়েছেন পুরোহিত। তাঁর মন্ত্রোচ্চারণের মধ্যেই ভক্তিভরে পুজোয় অংশ নেন সচিন তেন্ডুলকর।
ভিডিওতে দেখা যায় নিজের হাতে গণপতিকে ভোগ নিবেদন করেন সচিন তেন্ডুলকর। খঞ্জনি বাজিয়ে পুজোয় অংশ নিতেও দেখা যায়। কখনও ভোগ নিবেদন করতে, কখনও আবার আরতি করতেও দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান সচিন। নিজের পোস্টে তিনি লেখেন, 'প্রভু গণেশ আমাদের সকলের শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবেন। কারণ আমরা তাঁকে বাড়িতে নিয়ে এসেছি। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই'।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল দেশের অন্যতম বড় উত্সব ও হিন্দুদের অন্য়তম মহা উত্সব গণেশ চতুর্থী । আজ থেকে আগামী দশদিন (২৯ সেপ্টেম্বর অবধি) ধরে চলবে গণেশ চতুর্থী। ভারতের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা নিজের বাড়িতে গণেশ চতুর্থী পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি তুলেও ধরেছেন।
ভারতবর্ষে অন্যান্য দেবদেবীদের পুজোর আগে বিধিমতে পূজিত হন বিনায়ক। শিব পুরাণের প্রাপ্ত কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে গণেশের জন্ম।
গণেশের কৃপাদৃষ্টি লাভের জন্য শিবপুরাণেই প্রতি বছর এই চতুর্থীতে ব্রত পালন করতে বলা হয়ে থাকে। গণেশ চতুর্থীর ভোগ প্রতিদিন পূর্ণ আচার-বিচার করে হয় এবং সকাল-সন্ধ্যা ভোগ নিবেদন করা হয়।
সিদ্ধিবিনায়কের পুজো উপলক্ষে সেজে উঠেছে মহারাষ্ট্র। ‘অষ্টবিনায়ক' দর্শন মারাঠাবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলেও পৃথক অষ্টবিনায়ক গণেশ মূর্তিগুলি প্রত্যেকটিই ‘স্বয়ম্ভু’।
গণেশকে মারাঠাবাসী আদর করে ডাকেন ‘গণপতি বাপ্পা’। দশ দিনের এই গণপতি উত্সব বা গণেশ চতুর্থী বা ‘বিনায়ক চতুর্থী’তে তাই উৎসবমুখর মুম্বই।
মুম্বইয়ের অলিগলিতে ছোট-বড়-মাঝারি সব মাপেই রমরমা মহোৎসব এখন। জ্ঞান ও সমৃদ্ধির দেবতা গণেশ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্রপদ মাসে তাঁর জন্ম।
আরও পড়ুন: পেত্রাতোসের জোড়া গোল, এএফসি কাপে ওড়িশা এফসিকে ৪-০ দুরমুশ করল মোহনবাগান
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন