এক্সপ্লোর
Advertisement
গ্যালারি থেকে 'বিরাট, বিরাট' ডাক তরুণীর, ঋষভ পন্ত ইশারা করতেই... দেখুন ভিডিও
আগামী ২২ নভেম্বর ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে ভারত। ভারত এই প্রথম দিন-রাতের টেস্ট খেলবে। এর আগে ইন্দোরে প্রথম টেস্ট হয়েছিল। ভারত এই ম্যাচে হেলায় হারিয়েছে বাংলাদেশকে।
নয়াদিল্লি: আগামী ২২ নভেম্বর ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে ভারত। ভারত এই প্রথম দিন-রাতের টেস্ট খেলবে। এর আগে ইন্দোরে প্রথম টেস্ট হয়েছিল। ভারত এই ম্যাচে হেলায় হারিয়েছে বাংলাদেশকে। ইন্দোর টেস্ট ম্যাচ চলাকালে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তার কথা কারুরই অজানা নয়। কোহলিকে মাঠে দেখে এক তরুণী অনুরাগী গ্যালারি থেকেই তাঁকে ডাকতে শুরু করেন। এই ঘটনার ভিডিও টিকটকে বেশ ছড়িয়ে পড়েছে।
ইন্দোরের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারত। ম্যাচের আগে ভারতীয় দল তখন ফিল্ডিং অনুশীলন করছিল। বিরাট কোহলিকে দেখেই গ্যালারিতে ভিড়ের মধ্যে থেকে এক তরুণী চিত্কার করতে শুরু করেন। বার বার বিরাটের নাম ধরে ডাকতে থাকেন। ওই সময় কোহলির কাছে যান ঋষভ পন্ত এবং ওই তরুণীর দিকে হাত দেখিয়ে কথা বলতে শুরু করেন। বিরাট ওদিকে তাকাতেই ওই তরুণী খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement