এক্সপ্লোর
Advertisement
খেলছেন যুবরাজ, গেইল, উইলিয়ামসন, শাকিব, আফ্রিদি, রাসেল, আজ থেকে কানাডায় শুরু গ্লোবাল টি-২০ লিগ
এই প্রতিযোগিতায় বিভিন্ন দলের হয়ে খেলছেন একাধিক প্রাক্তন ও বর্তমান তারকা।
টরন্টো: আজ থেকে কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি-২০ লিগ। এই প্রতিযোগিতায় খেলছে ৬টি দল। প্রথম রাউন্ডের ম্যাচ চলবে আজ থেকে ৫ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি হবে ৬ ও আগস্ট। এরপর প্লে-অফের ম্যাচগুলি হবে ৮, ৯ ও ১০ আগস্ট। ফাইনাল ১১ আগস্ট।
#GT2019 opening ceremony. pic.twitter.com/j8Jc63RPVJ
— GT20 Canada (@GT20Canada) July 25, 2019
এই প্রতিযোগিতায় বিভিন্ন দলের হয়ে খেলছেন একাধিক প্রাক্তন ও বর্তমান তারকা। যুবরাজ সিংহ, ব্রেন্ডন ম্যাকালাম, কিয়েরন পোলার্ড খেলছেন টরন্টো ন্যাশনালসের হয়ে। মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন জর্জ বেইলি, সুনীল নারিন, থিসারা পেরেরা, শন অ্যাবট, কিমো পল। এডমন্টন রয়্যালসের হয়ে খেলছেন কেন উইলিয়ামসন, ফাফ দু প্লেসি, বেন কাটিং, শাদাব খান, জেমস নিশম। ভ্যাঙ্কুভার নাইটস দলে আছেন ক্রিস গেইল, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, টিম সাউদি। উইনিপেগ হকসের হয়ে খেলছেন ক্রিস লিন, ডোয়েন ব্র্যাভো, জেপি দুমিনি, ডোয়েন স্মিথ, উমর আকমল। ব্র্যাম্পটন উলভস দলে আছেন ড্যারেন স্যামি, শাকিব আল হাসান, কলিন মুনরো, শাহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার।
#GT2019 opening ceremony was lit. Do you think @YUVSTRONG12 dancing is as good as his 6 hitting ability? pic.twitter.com/z8FBkePEuA
— GT20 Canada (@GT20Canada) July 25, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement