IPL 2023: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ কখন, কোথায় দেখবেন চেন্নাই-গুজরাত ম্যাচ?
IPL 2023, CSK vs GT: আজ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে গুজরাত ও চেন্নাই। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচও মুখোমুখি হয়েছিল এই ২ দলই।
চিপক: প্রায় দু মাসের কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চারটি দল। গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে গুজরাত ও চেন্নাই। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচও মুখোমুখি হয়েছিল এই ২ দলই। যদিও সেই খেলাটি ছিল আমদাবাদে। যা গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড। তবে আজকের ম্যাচটি হবে চিপকে।
আজকের ম্যাচ
আজ আইপিএলের প্লে অফের প্রথম কোয়ালিয়াফায়ারে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স মুখোমুখি হবে
কােথায় হবে খেলা?
কখন দেখবেন খেলা?
আজকের খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন খেলা?
স্টার স্পোর্টসের যে কোনও চ্যানেলে আজকের সিএসকে বনাম গুজরাত ম্যাচটি দেখা যাবে।
অনলাইনে দেখা যাবে খেলা?
অনলাইনে এই খেলা দেখা যাবে জিও সিনেমায়।
লিগ টেবিলে শীর্ষে থেকে প্লে অফে পৌঁছেছে গুজরাত টাইটান্স। তাঁরা আগের বারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে অভিষেকেই গত বছর খেতাব ঘরে তুলেছিল হার্দিক পাণ্ড্যর দল। এবারও তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধেও ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। অন্যদিকে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা লিগে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল।
২ দলেরই ব্য়াটিং অর্ডার ভীষণ শক্তিশালী। গুজরাতের প্লাস পয়েন্ট শুভমনের রেড হট ফর্ম। চলতি টুর্নামেন্টে দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। বিরাট কোহলির মুখের সামনে থেকে জয় ছিনিয়ে এনেছেন শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে। এছাড়াও বিজয় শঙ্কর, ডেভিড মিলার প্রত্যেকেই ফর্মে রয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে রশিদ খান, মহম্মদ শামি রয়েছেন। ২ জনেই পার্পল ক্য়াপ জয়ের দৌড়ে প্রথম দুটো স্থানে রয়েছেন।
চেন্নাইয়ের ওপেনিং জুটি প্রতি ম্যাচেই প্রায় ধারাবাহিক। কনওয়ে-রুতুরাজ ২ জনেই ফর্মে রয়েছেন। রাহানে তিনে ভরসা জোগাবেন। এছাড়া দুবের ব্য়াট হাতে ধারাবাহিকতা প্লাস পয়েন্ট। চেন্নাইয়ের বোলিং লাইন আপ কিছুটা তরুণ। কিন্তু ধোনি খুব সুন্দরভাবে ব্য়বহার করছেন তুষার, পাথিরানাদের।
এখনও পর্যন্ত টুর্নামন্টের ইতিহাসে মোট ৩ বার দুটো দল আমনে সামনে হয়েছে। প্রত্যেক বারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। ঘরের মাঠে চেন্নাইয়ের সামনে সুযোগ থাকছে খাতা খোলার।