এক্সপ্লোর
হাতে চোট, পিএসএল ফাইনালে নেই আফ্রিদি

করাচি: হাতের চোটে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলতে পারবেন না শাহিদ আফ্রিদি। ফলে সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসবর নেওয়া এই অলরাউন্ডার লাহৌরে পিএসএল ফাইনাল খেলে বিদায় নেওয়ার সুবর্ণ সুযোগ হারালেন। গতকাল দুবাইয়ে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাতে চোট পান আফ্রিদি। তাঁর হাতে ১২টি সেলাই পড়েছে। সেই চোটই তাঁকে ফাইনাল থেকে ছিটকে দিল।
এক ভিডিও বার্তায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, তিনি লাহৌরে পিএসএল ফাইনাল খেলতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা তাঁকে ১০ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে কিছু করার নেই। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















