IND vs WI: কুলদীপের সঙ্গে একাদশে সুযোগ পাওয়ার লড়াই? কী বলছেন চাহাল?
Yuzvendra Chahal: আইপিএলের প্রথম প্রথম ম্যাচ খেলেছেন গত টি-টোয়েন্টিতে। বল হাতে সফলও হয়েছেন। তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ২ উইকেট।
গায়ানা: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (T20 Sereis) প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছেন। ২ উইকেট তুলে নিয়েছেন। তবে আসন্ন এশিয়া কাপে ও বিশ্বকাপে যুজবেন্দ্র চাহাল কি ভারতীয় একাদশে অটোমেটিক চয়েস হতে পারবেন? লড়াইয়ে রয়েছেন কুলদীপ যাদবও। সাম্প্রতিক সময়ে ভারতের বাঁহাতি লেগস্পিনার দুর্দান্ত ছন্দে রয়েছেন। তার জন্যই টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচেও চাহাল যেখানে সুযোগ পাননি, সেখানে কুলদীপকে একাদশে দেখা গিয়েছে। তবে কি কুল-চা জুটির ২ মুখই এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী? বিষয়টাকে এভাবে অবশ্য দেখছেন না চাহাল। আইপিএলের প্রথম প্রথম ম্যাচ খেলেছেন গত টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে সফল হওয়ার পর চাহাল এক সাক্ষাৎকারে বলেন, ''দলের ভারসাম্য বজায় রাখাটাই আমাদের প্রথম প্রধান প্রায়োরিটি। ৭ নম্বর পজিশনে আমাদের সাধারণ স্পিনার অলরাউন্ডারই খেলে থাকে। সেক্ষেত্রে রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে একজনই খেলবেন। তিনজন স্পিনার তখনই খেলার সুযোগ পাবে, যখন স্পিন সহায়ক উইকেটে খেলা হবে।''
একটা সময় কুল-চা জুটি ভারতের অন্যতম ভরসা ছিল বোলিং ডিপার্টমেন্টে। কিন্তু এখন ২ জনে একসঙ্গে খেলছেন, এমনটা সচরাচর দেখা যায় না। বরঞ্চ কোথাও একটু কুলদীপই বেশিরভাগ ম্যাচে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। চাহাল বলছেন, ''কুলদীপ দারুণ ফর্মে রয়েছে। প্রতি ম্যাচেই নিজেকে মেলে ধরছে। তার জন্যই একাদশে ও খেলছে। টিম ম্য়ানেজমেন্টও ওকে পর্যাপ্ত সুযোগ দিচ্ছে। আমি নেটে প্রচুর পরিশ্রম করছি। নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করছি। দলে যখনই সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি নিজের ১০০ শতাংশ দেওয়ার।''
দলে সুযোগ পাওয়া নিয়ে হরিয়ানার লেগি আরও বলছেন, ''আমি খুশি যে আমি ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারছি। আমি খুশি যে ভারতীয় দলের সঙ্গে থাকতে পারছি। ড্রেসিংরুম ভাগ করে নিতে পারছি। এমনটা হয়েই থাকে যে সবাই সব ম্যাচে খেলার সুযোগ পায় না। আমরা একটা টিমগেম খেলে থাকি। যেখানে ১৫ জন সদস্যের মধ্যে ১১ জনই মাঠে নামতে পারে। তার মানে এই নয় যে কেউ দলের বাইরে রয়েছে।''
কোনও অধিনায়কের অধীনে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? চাহাল বলছেন, ''আমি প্রথমে ধোনি ভাইয়ের অধীনে খেলেছিলাম। এরপর বিরাট ভাই ও রোহিত ভাই এলেন। এখন হার্দিকের নেতৃত্বে খেলছি। প্রত্যেকের সঙ্গেই আমার বোঝাপড়া দুর্দান্ত। সিনিয়র যাঁরা আমাকে সবসময় টিপস দিয়ে থাকেন। তাঁদের পরামর্শ মেনে চলার চেষ্টা করি।'' উল্লেখ্য, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক চাহালই।