IND vs Pak: এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ, সম্ভাব্য জয়ী বেছে নিতে নারাজ হরভজন
IND vs Pak T20: প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ অবশ্য কোনও সম্ভাব্য বিজয়ী দলকে এখনও বেছে নিতে নারাজ। এর আগে বারবার ভারতকে তিনি এগিয়ে রাখলেও এবার তিনি কিছুই বলতে চাইছেন না।
মুম্বই: ২২ গজে ভারত-পাক দ্বৈরথ মানেই আলাদা উত্তেজনা তৈরি করে তা। আর তা যদি বিশ্বকাপের মঞ্চ হয়, তবে তো কোনও কথাই নেই। এমনিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাল্লা ভারি ভারতেরই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ সাক্ষাতে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ভারতকে হারতে হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। আসন্ন বিশ্বকাপের ফল কী হবে? প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ অবশ্য কোনও সম্ভাব্য বিজয়ী দলকে এখনও বেছে নিতে নারাজ। এর আগে বারবার ভারতকে তিনি এগিয়ে রাখলেও এবার তিনি কিছুই বলতে চাইছেন না। কিন্তু কেন?
কী বলছেন হরভজন?
আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে ভারতের বনাম পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। গত বছর এক সাক্ষৎকারে ভাজ্জি বলেছিলেন যে পাকিস্তান ভারতকে ওয়াক ওভার দিয়ে দিতে পারে, কারণ বিশ্বকাপের আসরে কোনওদিনই যেহেতু পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। কিন্তু গত বছর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এরপরই ১০ উইকেট দুরন্ত জয় ছিনিয়ে নেয় বাবর আজমের দল। তাই এবার আগে থেকে কোনও পূর্বাভাস করতে নারাজ টার্বুনেটর। তিনি শোয়েব আখতারের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ''আর কিছুদিন পরে আরও একবার বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। কিন্তু আমি এবার আগে থেকে কে জিততে পারে, এই নিয়ে কিছু বলব না। এবার খেলা হোক, দেখব। যে ভাল খেলবে সেই জিতবে। যে কোনও দলই জিততে পারে।''
উল্লেখ্য, আইসিসি টুর্নামেন্ট ছাড়া শেষবার দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে। ভারতের মাটিতে এক দিনের সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। উল্লেখ্য, গত জানুয়ারিতে পাক বোর্ডের প্রধান রামিজ রাজা প্রস্তাব দিয়েছিলেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে মিলিয়ে চারদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। তবে সেই বিষয়ে এখনও কোনও সিলমোহর পড়েনি।
আরও পড়ুন: মেসি-শো, ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে বধ করে Finalissima জয় আর্জেন্তিনার