International Yoga Day 2022: 'যোগ জীবনের অঙ্গ, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম, ', আন্তর্জাতিক যোগ দিবসে শুভেচ্ছাবার্তা মোদির
এদিন কর্ণাটকের মহীশূরের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহীশূর: ১৫ হাজার মানুষের সঙ্গে একত্রে যোগাভ্যাস। মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এ দিন কর্ণাটকের (Karnataka) মহীশূরের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। স্মরণ করালেন দৈনন্দিন জীবনে যোগের গুরুত্বকে। আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2022)। রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্ত সকাল সকাল যোগাভ্যাসে ব্যস্ত প্রত্যেকেই। যোগ-ব্যায়াম করতে ব্যস্ত রাজনীতিবিদরাও। ভারতের আর্জি মেনে যোগাকে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি দেওয়ার পর থেকে ২০১৫ সাল থেকে এদিন বিশ্বব্যাপী পালিত হয় যোগ দিবস।
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সকলকে যোগ দিবসের শুভেচ্ছা, অনেকের জীবন পাল্টে দিয়েছে যোগ। এবারের থিম যোগ ফর হিউম্যানিটি। বিশ্বের সর্বত্র পৌঁছে গিয়েছে। যোগ জীবনের পথ, অঙ্গে পরিণত হয়েছে, যোগ বিশ্বে শান্ত প্রতিষ্ঠায় সক্ষম'।
Karnataka | Prime Minister Narendra Modi arrives at Mysuru Palace Ground where he will perform Yoga, along with others, on #InternationalDayOfYoga
— ANI (@ANI) June 21, 2022
Union Minister Sarbananda Sonowal, CM Basavaraj Bommai and others are also present here. pic.twitter.com/cfj84smyB6
I extend my greetings to all on this 8th #InternationalYogaDay. Today, Yoga is being practiced in all parts of the world. Yoga brings peace for us. The peace from Yoga is not only for individuals, it brings peace to our nations and the world: PM Modi pic.twitter.com/A2rg5GJCP7
— ANI (@ANI) June 21, 2022
এ বছরের থিম যোগ ফর হিউম্যানিটি। সীমান্তে আইটিপিবি জওয়ান থেকে ফোর্ট উইলিয়ামের সেনারা। কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিক থেকে সাধারণ মানুষ, ৭৫ কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগ দিবস পালিত হচ্ছে।