Harbhajan Singh Update: ধোনির ছবি ক্রপ করেছেন? ভক্তের খোঁচায় মেজাজ হারিয়ে পাল্টা পোস্ট হরভজনের
ভাজ্জির পোস্ট করা ছবিতে ছিলেন না ধোনি স্বয়ং। যে কারণে ভক্তদের রোষানলে পড়েন হরভজন। এক ধোনি ভক্ত তাঁকে বিদ্রুপ করে লেখেন যে, ধোনিকে পছন্দ নয় বলেই কি তাঁর ছবি ক্রপ করে ট্রফির ইমোজি দিয়ে দিয়েছেন হরভজন?
আবু ধাবি: সেপ্টেম্বর ২৪। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছে দিনটি। কারণ, ১৪ বছর আগে, ২০০৭ সালে এই দিনেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রথম বড় ট্রফি।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সেই দলের অন্য়তম সদস্য ছিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। যিনি এখন রয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে এবং আইপিএল খেলতে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু বিশেষ এই দিনটি তিনি ভোলেন কী করে! তাই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টার্বুনেটর। আর সেখান থেকেই বেঁধে গিয়েছে বড়সড় বিতর্ক।
হরভজন ছবিটি পোস্ট করে লিখেছেন, 'যখন বিশ্বাস ভয়কে ছাপিয়ে যায়, তখনই স্বপ্ন সফল হয়।' ভারতীয় ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্টটি লাইক করা হয়। লাইক করেন দীনেশ কার্তিক, গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, রুদ্রপ্রতাপ সিংহ, ইরফান পাঠান, বীরেন্দ্র সহবাগ, শ্রীসন্থ এবং, মহেন্দ্র সিংহ ধোনিও। ছবির নীচে একটি ট্রফির ইমোজি দিয়েছেন ভাজ্জি।
তবে ভাজ্জির পোস্ট করা সেই ছবিতে ছিলেন না ধোনি স্বয়ং। যে কারণে ভক্তদের রোষানলে পড়েন হরভজন। এক ধোনি ভক্ত তাঁকে বিদ্রুপ করে লেখেন যে, ধোনিকে পছন্দ নয় বলেই কি তাঁর ছবি ক্রপ করে ট্রফির ইমোজি দিয়ে দিয়েছেন হরভজন?
এই খোঁচা ভালভাবে নিতে পারেননি ভাজ্জি। তিনি ট্রফির ইমোজি ছাড়া ছবিটি ফের পোস্ট করেন। সেখানে দেখা যায় ট্রফির ইমোজির নীচে চাপা পড়েছিল ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের এক ক্যামেরাম্যান। হরভজন সেই ছবিটি দিয়ে লেখেন, 'এবার ক্রপ ছাড়া ছবিটি দেখে চেটে নাও যতটা পারো'। স্পষ্টতই সেই ভক্তকে পাল্টা কটাক্ষ করেন ভাজ্জি।
বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারানোর পর ভাজ্জি জানিয়েছেন যে, দলে এখন তাঁর এক নতুন ভূমিকা রয়েছে। প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না। তবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে কেকেআর। হরভজন জানান যে, তিনি নতুন ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন।