নীতা ‘ভাবি’ দেখতে এসেছেন, ‘অভিভূত’ হার্দিক
লন্ডনে হার্দিককে দেখতে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের মালকিন নীতা আম্বানি।
লন্ডন: সফল হয়েছে পিঠের অস্ত্রোপচার। এরপর রিহ্যাবে যাবেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। এরই মধ্যে লন্ডনে তাঁকে দেখতে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের মালকিন নীতা আম্বানি। সেই ছবি পোস্ট করেছেন খোদ হার্দিক। নীতা আম্বানির সঙ্গে ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, “লন্ডনে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভাবি আপনাকে ধন্যবাদ। আমি অভিভূত। আপনি সবসময়ই একজন অনুপ্রেরণা, আপনার শুভেচ্ছা আমার কাছে সব সময়ই বিশেষ।”
Thank you Bhabhi for coming to meet me here in London. Humbled by your gesture. Your wishes and encouraging words mean a lot to me. You have always been an inspiration. ???? pic.twitter.com/jCvVxxY1s5
— hardik pandya (@hardikpandya7) October 10, 2019
উল্লেখ্য, সম্প্রতি একটি ক্রীড়া ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে লন্ডনে গিয়েছেন নীতা আম্বানি। এদিন তিনি যশপ্রীত বুমরাহর উত্থান নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিও-তে দেখা যায় যশপ্রীত বুমরাহ এবং তাঁর মায়ের কথপোকথন। বাবার মৃত্যু, দরিদ্রকে জয় করে কীভাবে চ্যাম্পিয়ন হয়ে উঠলেন তিনি। নীতা আম্বানি বলেন, “প্রতিভা যেকোনও স্থান থেকে উঠে আসতে পারে। আমি একটা ভিডিও শেয়ার করতে চাই, যেখানে একটা ছোট্ট ছেলের জার্নি দেখানো হয়েছে এবং যাকে মুম্বই ইন্ডিয়ানস আবিষ্কার করেছে।”
“Talent can come from anywhere and reach the pinnacle of success.”
???? Watch the transformational journey of @Jaspritbumrah93 from a rookie to a world-beater ????#OneFamily #CricketMeriJaan #LeaderInSport #LeadersWeek #NitaAmbani @ril_foundation pic.twitter.com/hFUqvQnHSv — Mumbai Indians (@mipaltan) October 9, 2019