এক্সপ্লোর
Advertisement
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর, নতুন মুখ বাংলার রিচা ঘোষ
২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ।
নয়াদিল্লি: মহিলাদের টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ১৫-সদস্যের ভারতীয় দল। সুযোগ পেলেন বাংলার রিচা ঘোষ। মহিলাদের চ্যালেঞ্জার ট্রফিতে ঝোড়ো ব্যাটিং করার সুবাদেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। হরিয়ানার ১৫ বছরের স্কুলছাত্রী শেফালি বর্মাও ভারতীয় দলে আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মরসুমেই ভাল পারফরম্যান্স দেখানোর সুবাদে তিনি বিশ্বকাপের দলে সুযোগ পেলেন। ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কউর।
২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে ভারত। এই সিরিজের অপর দু’টি দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই সিরিজের জন্য ১৬-সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের দলে না থাকলেও, ত্রিদেশীয় সিরিজের দলে আছেন নাজহাত পারভিন।
বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল- হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকর ও অরুন্ধতী রেড্ডি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement