এক্সপ্লোর
হাতছাড়া হওয়ার তিনদিনের মধ্যেই তিন বছর আগের রেকর্ড ফের দখলে আনলেন আন্দ্রে রাসেল

1/7

কিন্তু তিনদিনের মধ্যেই সেই রেকর্ড ফের নিজের দখলে আনলেন রাসেল। গতকাল সাত নম্বরে ব্যাট করতে নেমে ৮৮ রানের ইনিংস খেলেন।
2/7

কিন্তু চলতি আইপিএলের প্রথম ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ওই রেকর্ড ভেঙে দেন রাসেলেরই দেশের ডোয়েন ব্র্যাভো। গত শনিবার ৬৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ব্র্যাভো। তাঁর দাপটেই ওই ম্যাচে জয়ী হয় চেন্নাই।
3/7

২০১৫ তে পঞ্জাবের বিরুদ্ধে সাত নম্বরে বা তার নিচে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি ৬৬ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছিলেন রাসেল। এতদিন এই রেকর্ড রাসেলের দখলেই ছিল।
4/7

নাইট ব্রিগেড হারলেও রাসেলের ইনিংস সবার নজর কেড়েছে। এই ইনিংসের সৌজন্যেই একটি রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল।ওই রেকর্ডটি কয়েকদিন আগেই তাঁর হাতছাড়া হয়ে গিয়েছিল।
5/7

প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স চেন্নাইয়ের সামনে জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য রাখে। এক বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
6/7

গতকাল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে নাইট রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে দু বছর বাদে ঘরের মাঠে সফল প্রত্যাবর্তন ঘটাল চেন্নাই সুপার কিংস।
7/7

আন্দ্রে রাসেলের ৩৬ বলে ১১ টি ছক্কা ও একটি মাত্র বাউন্ডারি দিয়ে সাজানো ৮৬ রানের বিধ্বংসী ইনিংসও জয় এনে দিতে পারল না কলকাতা নাইট রাইডার্সকে।
Published at : 11 Apr 2018 12:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
