এক্সপ্লোর
Advertisement
‘গালিগালাজ’ বিতর্কে অনুতপ্ত, ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ
ধর্মশালা: ২২ গজে ভারতের জয়। ২২ গজের বাইরেও জয় টিম ইন্ডিয়ার। সিরিজ-শেষের পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া বিতর্কে ইতি টানলেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অসি অধিনায়ক এসে নিজেই বললেন তাঁর আচরণের জন্য অনুতপ্ত। তিনি ক্ষমাপ্রার্থী। গতকাল ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসেই মুরলী বিজয়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন স্মিথ। যা দিয়ে ফের মাথাচাড়া দেয় বিতর্ক। সেই বিতর্কেই যবনিকা টানলেন অসি অধিনায়ক। বললেন, আবেগতাড়িত হয়ে ওই আচরণ করে ফেলেছেন তিনি।
সোমবারের ঘটনার সূত্রপাত জস হ্যাজেলউডের বাতিল হয়ে যাওয়া ক্যাচ নিয়ে। অস্ট্রেলিয়ার তখন নয় উইকেট পড়ে গিয়েছে। অশ্বিনের বলে স্লিপে সামনে ঝাঁপিয়ে হ্যাজেলউডের ক্যাচ ধরেন মুরলী বিজয়। অস্ট্রেলিয়া অলআউট ধরে নিয়ে ব্যাটিং করতে নামার প্রস্তুতি নিয়ে বিজয় ড্রেসিংরুমের দিকে দৌড়ে যান। কিন্তু রিপ্লে দেখে টিভি আম্পায়ারের মনে হয়, বিজয় ক্যাচ ধরার আগে বল মাটি ছুঁয়েছে। তিনি ক্যাচ নাকচ করে দেন। ঠিক তখনই অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের ক্যামেরা ধরে স্টিভ স্মিথ-কে। তিনি উত্তেজিত ভাবে দু’টি শব্দ উচ্চারণ করে চেয়ারে বসে পড়েন। অভিযোগ, স্মিথ বলেছেন ‘.... চিট’। এর আগের শব্দটি ছাপার অযোগ্য গালিগালাজ।
ক্যাচ বিভ্রাটে বিতর্ক: হারের মুখে দাঁড়িয়ে বিজয়কে গালিগালাজ স্মিথের, ধরা পড়ল ক্যামেরায়!
উল্লেখ্য, বিশ্বের দুটি সেরা টেস্ট দলের এই সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। দুই দলের খেলোয়াড়দের মধ্যে চাপানউতোর মাঝেমধ্যে তিক্ততার পর্যায়ে পৌঁছয়। বেঙ্গালুরুতে ডিআরএস বিতর্কে উত্তেজনা চরমে উঠেছিল। রেফারেল নিতে ড্রেসিংরুমের সাহায্য চেয়েছিলেন স্মিথ।
ম্যচের শেষে এজন্য স্মিথকে কার্যত প্রতারক বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্মিথ ড্রেসিংরুমের সাহায্য চাওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওই সময় মাথা কাজ করছিল না। ওই কাজ করা একেবারেই ঠিক হয়নি।
এই বিতর্ক নিয়ে দুই দেশের বোর্ডকে আলোচনায় বসতে হয়েছিল। শেষপর্যন্ত স্মিথের বিরুদ্ধে আইসিসি-র কাছে কোনও অভিযোগ জানায়নি ভারত।
এর রাঁচি টেস্টে কোহলির চোট নিয়ে অসি খেলোয়াড়রা বিদ্রুপ করেন বলে অভিযোগ।
এরইমধ্যে ধর্মশালায় ম্যাচের তৃতীয় দিনে স্মিথের অশালীন শব্দের ব্যবহার নিয়ে বিতর্ক চরম পর্যায়ে ওঠে। ক্ষমা চেয়ে সেই বিতর্কের অবসান ঘটালেন অসি অধিনায়ক।
সিরিজে যাই হোক না কেন, সিরিজ শেষে হার মেনে নিয়েছেন স্মিথ। ভারতের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। স্মিথ বলেছেন, এটা একটা দুরন্ত সিরিজ ছিল। আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা সিরিজ। সিরিজ জয়ের জন্য ভারতকে অভিনন্দন। ওরা দুর্দান্ত দল, বিশেষ করে ঘরের মাঠে তো ওরাই সেরা। সামান্যতম সুযোগের সদ্ব্যবহার করতে ওরা পারদর্শী।
ভারতের মতো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পেরে তিনি গর্বিত বলেও জানিয়েছেন স্মিথ। তিনি বলেছেন, সিরিজের আগে অনেকেই তো আমাদের ধর্তব্যের মধ্যেই আনতে চাননি। তাঁরা বলেছিলেন, সিরিজে ৪-০ হোয়াইট ওয়াশ হবে অস্ট্রেলিয়া। কিন্তু যেভাবে আমরা লড়াই করেছি তাতে গর্বিত বোধ করছি।
ধর্মশালার পিচেরও প্রশংসা করেছেন স্মিথ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement