এক্সপ্লোর
Advertisement
তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে, নতুন ভূমিকায় সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই, সৌরভকে লক্ষ্মণ
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, রাজ্য হোক বা জাতীয় ক্রিকেট সংস্থা, একজন প্রশাসক একটানা সর্বোচ্চ ৬ বছর তাঁর পদে থাকতে পারবেন।
নয়াদিল্লি: সর্বসম্মতিক্রমে বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানালেন একসময়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। তাঁর ট্যুইট, ‘বিসিসিআই সভাপতি হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন। আমার কোনও সন্দেহ নেই, তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে। তোমার নতুন ভূমিকায় সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা জানাই দাদা।’ পাল্টা ট্যুইট করে লক্ষ্মণকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ।
Congrats @SGanguly99 on becoming the President of @BCCI I have got no doubt that under your leadership Indian Cricket will continue to prosper.Wishing you lots of success in your new role Dada. pic.twitter.com/xU82q5JIzu
— VVS Laxman (@VVSLaxman281) October 15, 2019
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, রাজ্য হোক বা জাতীয় ক্রিকেট সংস্থা, একজন প্রশাসক একটানা সর্বোচ্চ ৬ বছর তাঁর পদে থাকতে পারবেন। সেই মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে তিন বছরের জন্য সরে যেতে হবে। সেই নিয়মের ফলে সৌরভকে ২০২০ সালের সেপ্টেম্বরে বিসিসিআই সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হবে। তবে মেয়াদ স্বল্প হলেও, সৌরভের লক্ষ্য স্পষ্ট। তিনি জানিয়ে দিয়েছেন, বিসিসিআই-এর প্রশাসনিক ব্যবস্থার উন্নতি এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়ার দিকে নজর দেবেন।
Thank u Vvs ..your contributions will be very important
— Sourav Ganguly (@SGanguly99) October 15, 2019
The new team at. @bcci .. hopefully we can work well .. anurag thakur thank you for seeing this through @ianuragthakur pic.twitter.com/xvZyiczcGq
— Sourav Ganguly (@SGanguly99) October 14, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement