এক্সপ্লোর
‘ও নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান,’ কার কথা বললেন কেন উইলিয়ামসন?
কাল থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ।
![‘ও নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান,’ কার কথা বললেন কেন উইলিয়ামসন? He is the best without a doubt: Kane Williamson names best all-format batsman ahead of 1st Test against India ‘ও নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান,’ কার কথা বললেন কেন উইলিয়ামসন?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/20225138/Kohli.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বর্তমানে ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে সেরা ব্যাটসম্যানকে বেছে নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর মতে, ভারতের অধিনায়ক বিরাট কোহলিই এখন সেরা ব্যাটসম্যান।
কাল থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। তার আগে আজ নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান। তবে ভারতীয় দলও ভাল। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে। ওদের দলে যেমন কয়েকজন ভাল ব্যাটসম্যান আছে, তেমনই ভাল বোলারও আছে। ফলে কোনও একজন ক্রিকেটারের দিকে আলাদা করে নজর দেওয়া যাবে না। গোটা দলের খেলার দিকেই নজর দিতে হবে।’
বিরাটের সঙ্গে উইলিয়ামসনের সম্পর্ক বেশ ভাল। একাধিকবার বিপক্ষের অধিনায়কের প্রশংসা করেছেন বিরাট। পাল্টা উইলিয়ামসনও বিরাটের প্রশংসা করেছেন। টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে দুই অধিনায়কই খেলেননি। ম্যাচ চলাকালীন তাঁদের সাইডলাইনে পাশাপাশি বসে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। আজ ফের বিরাট সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘আমি সবসময়ই বিরাটের প্রশংসা করি। আমরা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে খেলছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমাদের পরিচয়। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা খেলেছি। আমি বিরাটের পারফরম্যান্স দেখে মুগ্ধ। ওর সঙ্গে মাঠের বাইরে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। নানা বিষয়ে আমাদের মতের আদান-প্রদান হয়েছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)