এক্সপ্লোর
Advertisement
ভারতের বিরুদ্ধে উত্তেজনার বারুদে ঠাসা ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে, বলছেন ইমাম উল হক
চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে আট নম্বরে পাকিস্তান।
টনটন: রবিবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বিশাল চাপে রয়েছে পাকিস্তান। এই ম্যাচ জিততেই হবে। এমনই মন্তব্য করলেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর তিনি বলেছেন, ‘একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ফলে আমাদের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। তাই ভারতের বিরুদ্ধে জিততেই হবে। এই ধরনের ম্যাচ খেলা দারুণ ব্যাপার। ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের অনেক সমর্থক আছে। তাই আমি এই ম্যাচ নিয়ে উত্তেজিত। আমাদের উপর বিশাল চাপ থাকবে। এই ম্যাচের পিছনে অনেক রহস্য থাকে। তবে আমরা শুধু ক্রিকেটের দক্ষতার উপর জোর দিতে চাইছি। নিজেদের খেলার উন্নতি করতে হবে।’
চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে আট নম্বরে পাকিস্তান। সেমিফাইনালে যেতে গেলে পরপর কয়েকটি ম্যাচ জিততেই হবে। সেই কারণেই ভারতের বিরুদ্ধে ম্যাচটিকে বিশাল গুরুত্ব দিচ্ছেন ইমাম। তবে তিনি নিজে গতকাল যেভাবে আউট হয়েছেন, তাতে হতাশ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement