Hockey WC 2023 Live: একাধিক সুযোগ নষ্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই খুশি থাকতে হল ভারতকে
Hockey World Cup 2023 Live Updates: বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতের মুখোমুখি সাক্ষাৎকারে উভয় দলই তিনটি করে ম্যাচ জিতেছে। বাকি একটি ম্যাচ ড্র হয়।
LIVE
Background
রাউরকেল্লা: স্পেনের বিরুদ্ধে ২-০ স্কোরলাইনে জয় দিয়ে হকি বিশ্বকাপের (FIH Men's Hockey World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Hockey Team)। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক সিংহ দুইটি গোল করেন। আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গ্রুপ 'ডি'-র শীর্ষে থাকা ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য। সরাসরি শেষ আটে পৌঁছতে হলে দলগুলিকে গ্রুপের শীর্ষে থাকতে হবে। কোয়ার্টার ফাইনালের পৌঁছতে হলে তাই টিম ইন্ডিয়াকে আজ জিততে হবে। ওয়েলশকে ৫-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছে ইংল্যান্ড।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড কিন্তু বেশ ভাল। টোকিও অলিম্পিক্সে ইংল্যান্ডকে ৩-১ হারায় ভারত। এরপর প্রো লিগে একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচেও জেতে ভারত। ম্য়াচ ৩-৩ ড্র হওয়ার পর শ্যুট আউটে জয় পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় লেগে হরমনপ্রীত সিংহের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ৪-৩ জয় পায় ভারত। গত বছরের কমনওয়লথ গেমসে অবশ্য ভারত ও ইংল্যান্ডের ম্যাচ ৪-৪ ড্র হয়।
১৯৭৫ সালের পর থেকে ভারত ও ইংল্যান্ড হকির ময়দানে একে অপরের বিরুদ্ধে মোট ২১টি ম্যাচ খেলেছে। মুখোমুখি সাক্ষাৎকারে ভারত ১০টি ও ইংল্যান্ড সাতটি ম্যাচ জিতেছে। বাকি চারটি ম্যাচ ড্রয়ে শেষ হয়। বিশ্বকাপে দুই দল সাত বার মুখোমুখি হয়েছে। এখানে অবশ্য উভয় দলই সমান সংখ্যক ম্যাচ জিতেছে। উভয় দলের সংগ্রহেই তিনটি জয় রয়েছে। অপর ম্যাচটি ড্র হয়।
India vs England Live: গোলশূন্য ম্যাচ
পেনাল্টি কর্নার থেকে অল্পের জন্য গোল করতে ব্য়র্থ ইংল্যান্ড। পোস্টে লেগে বল ফিরে আসে। শেষমেশ গোলশূন্যই শেষ হল ম্যাচ।
India vs England Live Updates: শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার
তৃতীয় কোয়ার্টারের আক্রমণাতমক খেলা কোনও দলই ধরে রাখতে পারেনি। তবে ম্যাচ শেষের মাত্র ১৯ সেকেন্ড আগেই পেনাল্টি কর্নার পেল ইংল্যান্ড।
India vs England Live: তৃতীয় কোয়ার্টার শেষ
তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষের দিকে ভারতের হয়ে আকাশদীপ জালে বল জড়ালেও পায়ে লাগায় সেই গোল বাতিল হয়। গোলের প্রচুর সুযোগ তৈরি হলেও, এখনও ম্যাচ গোলশূন্যই।
India vs England Live Updates: দুইদিকেই সুযোগ নষ্ট
গত ম্যাচে ডান দিক থেকে দুরন্ত রানে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন হার্দিক। এই ম্যাচেও ফের প্রায় একইরকমভাবে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। দুরন্ত স্টিকের কেরামতিতে ইংল্যান্ডের বক্সে পৌঁছে গিয়েছিলেন হার্দিক। তবে দুইবার গোলের সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। মুহূর্তের মধ্যে অপরদিকে শ্রীজেশকে একা পেয়ে গিয়েছিলেন স্যাম ওয়ার্ডও। তবে তিনি লক্ষ্যভ্রষ্ট হন।
India vs England Live: আবেদন খারিজ
তৃতীয় কোয়ার্টারের শুরুটা দারুণভাবে করল ভারতীয় দল। শুরুতেই দুরন্ত পাসিংয়ে স্পেনের গোলের মুখে পৌঁছে গিয়েছিলেন হার্দিকরা। তবে ইংল্যান্ড রক্ষণ ফের তা প্রতিহত করে। ভারতের পেনাল্টি কর্নার রেফারি নাকচ করলে ভিডিও রেফারেল নেয় টিম ইন্ডিয়া। তবে ভারতের আবেদন ভিডিও রেফারিও খারিজ করেন।