অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ইতিহাসের দোরগোড়ায় ভারত, আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ
নয়াদিল্লি: শুধু রাত পোহানোর অপেক্ষা। আগামীকাল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। প্রথমবার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় দল। যা ঘিরে অধীর অপেক্ষায় প্রহর গুণছে দেশবাসী।
প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে এই বিশ্বকাপে স্বাভাবিক নিয়মে যোগ্যতা অর্জন করেছে ভারত। এই প্রতিযোগিতার অন্যতম দুর্বল দল যে ভারত, তা নিয়ে কোনও দ্বিমত নেই।
কিন্তু, প্রতিযোগিতায় ছাপ ফেলতে কোমর বেঁধে নেমেছে ভারতীয় অনূর্ধ্ব-১৭ দল। বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারতে ফুটবলারদের ইউরোপ সফরে পাঠিয়েছিল এআইএফএফ। এছাড়া, মেক্সিকোতে একটি টুর্নামেন্টেও খেলে তারা।
আগামীকাল, নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র দলের মুখোমুখি ভারত। মার্কিন দলের অধিকাংশ ফুটবলার মেজর লিগ সকারের বিভিন্ন জুনিয়র দলে খেলে। কেউ কেউ তো আবার ইউরোপের ক্লাবেও খেলার প্রস্তুতি নিচ্ছে।
ভারতের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল ঘরের মাঠ। বিশ্ববাসীকে ভারতীয় ফুটবলারদের শক্তি দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন অধিনায়ক অমরজিত সিংহ ও তাঁর দলবল। সকলেই নিজেদের সেরাটা উজাড় দিতে বদ্ধপরিকর। দ্বিতীয়ত, কেউ ভারতীয় দল সম্পর্কে তেমন কিছু জানে না। ফলে, বিপক্ষ দলের রণকৌশল তৈরি করা কিছুটা সমস্যার হবে।
উল্টোদিকে, ভারতের সবচেয়ে বড় খামতি হল, এধরনের শীর্ষস্তরে প্রতিযোগিতার আগে, যতটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলা প্রয়োজন, তা ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের নেই। উপরন্তু, তারা কোনও পেশাদার অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয়নি। এই দলের বয়স মাত্র সাতমাস। গত মার্চ মাসে দলের দায়িত্ব নেন হেড কোচ লুই নর্টন দি মাতোস।
নতুন কোচ দলে একাধিক পরিবর্তন এনেছেন। তিনি জানান, ভারতীয় দল ওপেন গেম খেলতে পারবে না। ফলে, দলের রণনীতি হবে প্রতিরক্ষা মজবুত করে প্রতি-আক্রমণ করা। তিনি জানান, দলের প্রাথমিক লক্ষ্য হল, কম গোল হজম করা।জানা গিয়েছে, আগামীকাল গোলে থাকবেন মোইরাংথেম ধীরজ সিংহ। দুই রেগুলার সেন্টার ব্যাকে থাকবেন আনোয়ান আলি ও জীতেন্দ্র সিংহ। ফুল ব্যাকে থাকবেন সঞ্জীব স্তালিন। রাইট ব্যাকে হেন্দ্রি অ্যান্তোনে।
দলের সবচেয়ে বড় আকর্ষণ হল ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার দীর্ঘকায় মিডফিল্ডার জ্যাকসন সিংহ। এছাড়া মাঝমাঠে থাকছেন অমরজিত সিংহ ও সুরেশ সিংহ। লেফট উইংয়ে থাকবেন কোমল ঠাটাল। একমাত্র স্ট্রাইকার হবেন অনিকেত যাদব।
মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ মারাত্মক শক্তিশালী। মাতোসের আশা, তাঁর দলের ছেলেরা যদি কোনও মিরাক্যল ঘটিয়ে দেয়।