এক্সপ্লোর
নিষেধাজ্ঞা জারির আশঙ্কা, ক্যারিবিয়ান সফরের মাঝেই দেশে ফিরলেন করাচিজাত মার্কিন ক্রিকেটার

ছবি সৌজন্যে ট্যুইটার
ওয়াশিংটন: পাকিস্তানের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। শুধু এই আশঙ্কাতেই জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ম্যাচ না খেলেই তড়িঘড়ি দেশে ফিরলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার ফাহাদ বাবর। এই ওপেনারের জন্ম করাচিতে। ১৪ বছর বয়স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করলেও, তিনি এখনও সেদেশের নাগরিকত্ব পাননি। আইসিসি-র নিয়ম অনুযায়ী, একটি দেশে সাত বছর থাকলেই তাদের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা যায়। সেই হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন বাবর। তিনি জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন। সেখানে দুটি ম্যাচও খেলেন। এরপরেই বাবরের অভিবাসন সংক্রান্ত আইনজীবী তাঁকে জানান, এখনই মার্কিন যুক্তরাষ্ট্রে না ফিরলে হয়তো তাঁর আর সেখানে যাওয়ারই সুযোগ থাকবে না। এই কথা শুনেই বাকি ম্যাচগুলি না খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরেছেন বাবর। বাবরের অভিবাসন সংক্রান্ত আইনজীবী উইলিয়াম ম্যাকক্লিন বলেছেন, বাবরের জন্মস্থান পাকিস্তানের নাগরিকদেরও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। সেটা হলে বাবরের পক্ষে অন্য দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সম্ভব হবে না। কারণ, তিনি মার্কিন নাগরিক নন। সেই কারণেই তিনি বাবরকে দেশে ফেরার পরামর্শ দেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















