এক্সপ্লোর
Advertisement
পাঁচ উইকেট নেব ভাবিনি, বলছেন ভুবনেশ্বর কুমার
গ্রস আইলেট: দেড় বছরেরও বেশি সময় পরে টেস্টের আসরে ফিরেই একেবারে পাঁচ উইকেট! এহেন সাফল্য পাওয়ার কথা না কি চিন্তাই করতে পারেননি ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। তিনি অন্তত তেমনটাই বলছেন।
মূলত ভুবনেশ্বরের দাপটেই বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ২২৫ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই পারফরম্যান্স নিয়ে ভুবি বলেছেন, ‘চতুর্থ দিন সকাল থেকেই বল সুইং করছিল। সেটাই সবচেয়ে বড় কথা। বল সুইং করলেই আমার উইকেট নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লাঞ্চের পরে প্রথম উইকেট পেয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি যখন বল করছিলাম, তখন মাথায় ছিল যে ৭-৮ ওভারের মধ্যেই উইকেট নিতে হবে।পাঁচ উইকেট পাব ভাবিনি। তবে পেয়ে ভাল লাগছে।’
ওয়েস্ট ইন্ডিজ একসময় ভাল জায়গায় ছিল। কিন্তু ৩ উইকেটে ১৯৪ থেকে ২২৫ রানে অলআউট হয়ে গিয়েছে তারা। মাত্র ২৩ রানে ক্যারিবিয়ানদের শেষ ৬ উইকেটের পতন হয়েছে। মাত্র ১০.৪ ওভার বল করেই ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। তিনি বলেছেন, টিম মিটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চা পানের বিরতির আগেই অলআউট করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছিল। সেভাবেই তাঁরা বল করেছেন। ওয়েস্ট ইন্ডিজকে দু বার অলআউট করাই তাঁদের লক্ষ্য। তার জন্য পর্যাপ্ত সময় দরকার।
চতুর্থ দিনের শেষ ভারত ৩ উইকেটে ১৫৭ রান তুলেছে। এখন লিড ২৮৫ রানের। আজ খেলার শেষ দিনে লিড বাড়িয়ে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠিয়ে ১০ উইকেট নেওয়াই ভারতের লক্ষ্য থাকবে। ম্যাচ জয়ের ক্ষেত্রে ভারত অধিনায়ক বিরাট কোহলির অন্যতম ভরসা ভুবনেশ্বর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement