এক্সপ্লোর
ডারেল ডাফির জোড়া গোল, লাজং এফসিকে হারিয়ে আই লিগে দ্বিতীয় জয় মোহনবাগানের
![ডারেল ডাফির জোড়া গোল, লাজং এফসিকে হারিয়ে আই লিগে দ্বিতীয় জয় মোহনবাগানের I League Darryl Duffy Brace Helps Mohun Bagan Pip Lajong Fc 2 0 For 2nd Straight Win ডারেল ডাফির জোড়া গোল, লাজং এফসিকে হারিয়ে আই লিগে দ্বিতীয় জয় মোহনবাগানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/13221449/Darryl-Duffy-mohun-bagan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আইলিগে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের৷ চার্চিল-বধের পর ঘরের মাঠে লাজং এফসি-কে ২-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক ডারেল ডাফি৷
কথা রাখলেন সঞ্জয় সেন৷ আইলিগের দ্বিতীয় হোম ম্যাচ থেকেও পুরো তিন পয়েন্ট তুলল সবুজ মেরুন৷ শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বাগানের হাতে লাজং-বধ৷ সৌজন্যে ডারেল ডাফি৷ স্কটিশ স্ট্রাইকারের জোড়া গোলের হাত ধরেই আরও তিন পয়েন্ট পকেটে পুরল সঞ্জয় ব্রিগেড৷ অসুস্থতা নিয়ে সমস্ত জল্পনা উড়িয়েই এদিন বলবন্তের সঙ্গে শুরু করেন ডাফি৷ প্রথম থেকে সমানে-সমানে লড়াই৷ তবে, বারবার লাজংয়ের ডিফেন্স চিরে ঢুকতে থাকেন ডাফি, বলবন্তরা৷ ২১ মিনিটের মাথায় লাজং ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডাফির দুরন্ত গোল৷ দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের মাথায় ফের ডাফি ম্যাজিক৷ প্রণয়ের লম্বা পাস থেকে বল বক্সের মধ্যে ডাফির উদ্দেশে চিপ করেন বলবন্ত৷ সেই বল গোলের ঠিকানায় পাঠাতে কোনও ভুল করেননি বাগানের বিদেশি৷ চার্চিল ম্যাচের পর সমালোচনা হলেও এদিন স্কটিশ স্ট্রাইকারের পারফরমেন্সে সন্তুষ্ট সবুজ মেরুনের হেডস্যার৷ চার্চিলকে হারানোর পর লাজং বধ৷ ২ ম্যাচে জয়ের সুবাদে বাগানের ঝুলিতে এখন ৬ পয়েন্ট৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)