Word Cup 2023: ''খুব দ্রুত ভারত বিশ্বকাপ জিতবে'', কীসের ভবিষ্যদ্বাণী করলেন শাস্ত্রী?
Shastri On Indian Cricket Team: আগামী বছর মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। ভারতের প্রথম টি-১০ টেনিস বল প্রতিযোগিতা। তারই এক প্রমোশনাল ইভেন্টে যোগ দিয়েছিলেন শাস্ত্রী।
মুম্বই: স্বপ্নভঙ্গ হওয়ার এক সপ্তাহই কেটেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup 2023) ফাইনালে হারতে হয়েছে রোহিত ব্রিগেডকে। তবে প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) মনে করেন খুব তাড়াতাড়িই বিশ্বকাপ ঘরে তুলতে চলেছে টিম ইন্ডিয়া। তাঁর ইঙ্গিত যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের আয়ােজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে, তা বলাই বাহুল্য।
আগামী বছর মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। ভারতের প্রথম টি-১০ টেনিস বল প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টের এক প্রমোশনাল ইভেন্টে এসে শাস্ত্রী বলেন, ''এখনও মানতে সত্যিই কষ্ট হচ্ছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল ভারত। গোটা টুর্নামেন্টে দারুণ খেলেওছে। কিন্তু শেষ ম্যাচে এসেই হেরে গেল। সেমিফাইনাল ও ফাইনাল এই দুটো ম্যাচে প্রতিপক্ষের থেকে সব বিভাগেই দারুণ পারফর্ম করতে হবে, নইলেই চাপ।'' এরপরই বিরাটদের প্রাক্তন হেডকোচ বলেন, ''তবে আমি নিশ্চিত খুব তাড়াতাড়িই ভারত বিশ্বকাপ জিতবে। হয়ত সেটা ৫০ ওভারের ফর্ম্য়াট হবে না। তার কারণ, এই ফর্ম্যাটে দলটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। তবে কুড়ির ফর্ম্যাটে আগামী বছরের বিশ্বকাপে ভারত কঠিন প্রতিপক্ষ হতে চলেছে অবশ্যই। দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে। যারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে ভালবাসে। আমরা তার প্রমাণও পাচ্ছি প্রত্যেক সিরিজেই।''
২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটাই আইসিসি ইভেন্টে শেষ সাফল্য টিম ইন্ডিয়ার। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ভারত। এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারতে হয়েছে। এছাড়াও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ও ২০১৯ বিশ্বকাপের সেমিতে হারতে হয়েছিল। ২০১৫ বিশ্বকাপেও ফল ভাল হয়নি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে হারতে হয়েছিল ভারতকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই হেরে বিদায় নিতে হয়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্তমানে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। প্রথম দুটো ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি, যশপ্রীত বুমরার মত সিনিয়র ক্রিকেটাররা সিরিজে খেলছেন না। নেই কে এল রাহুল, মহম্মদ সিরাজ ,কুলদীপ যাদবও। এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। আজ তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ২ দল।