‘নতুন বলে সুইং করাতে পারেন না’, ইংল্যান্ডের পিচে বুমরাহের কার্যকারিতা নিয়ে সংশয় হোল্ডিংয়ের
জোহানেসবার্গ: নতুন বলের বোলার হিসেবে জশপ্রীত বুমরাহর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। তাঁর মতে, ইংল্যান্ডের পরিবেশে মানাতে অসুবিধে হবে এই তরুণ ভারতীয় বোলারের।
এদিন তিনি বলেন, আমি নিশ্চিত নই যে ও ভাল নতুন বলের বোলার। কারণ, ডান-হাঁতি ব্যাটসম্যানদের থেকে বুমরাহ বাইরের দিকে নতুন বল সুইং করাতে পারে না। তাই চলতি বছর যখন ভারত ইংল্যান্ড সফরে যাবে, তখন বুমরাহ আমার পছন্দের প্রথম একাদেশ জায়গা পাবে না।
হোল্ডিং সাফ জানান, তাঁর প্রথম পছন্দ হল ভূবনেশ্বর কুমার। তিনি বলেন, ভূবনেশ্বরকে প্রথমেই রাখব। সঙ্গে মহম্মদ সামি ও ইশান্ত শর্মা। এর কারণও অবশ্য জানিয়েছেন হোল্ডিং। প্রাক্তন ফাস্ট বোলারের দাবি, ইংল্যান্ডের পিচ দক্ষিণ আফ্রিকার থেকে অনেকটাই আলাদা। বুমরাহ বলকে পিচে হিট করায়। কিন্তু, ইংল্যান্ডের পরিবেশে সেই বোলাররাই বেশি সফল যাঁরা বলকে পিচে হাল্কা করে ছুঁয়ে সুইং করায়।
তবে, তিনি একইসঙ্গে এ-ও জানান, পুরনো বলে বুমরাহ আবার অন্যদের তুলনায় বেশি কার্যকর। তিনি বলেন, পুরনো বলে বুমরাহের বৈচিত্র্য বেশি। পুরনো বলে অসমান বাউন্স তৈরি হয়। বুমরাহ যে গতিতে বল করে, তাতে প্রতিক্রিয়ার সময় পান না ব্যাটসম্যানরা। সেটাই ঘটেছে ওয়ান্ডারার্সে। তাই সেখানে পাঁচ উইকেট দখল করেন তিনি।
এই প্রথম বিদেশে তিন টেস্টের সিরিজে বিপক্ষ দলের ৬০ উইকেট দখল করেছেন ভারতীয় বোলাররা। যা এই প্রথম। ফলে, ভারতীয় বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হোল্ডিং। বলেন, ভারতীয় বোলাররা দারুন পারফর্ম করেছেন। পিচ বোলিং সহায়ক ছিল। তবুও বলতেই হবে, ওরা (পেস বোলাররা কোনও ভাল বল করেছে)। উল্টে, ব্যাটিং ডুবিয়েছে ভারতকে।