ICC New Events: বাড়ছে ওয়ান ডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল, ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি
আগামী মরসুমেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফর্ম্যাট অপরিবর্তিত রাখতে চলেছে আইসিসি।
দুবাই: ওয়ান ডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল আইসিসি। মঙ্গলবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হল যে, ২০২৭ সাল থেকে ওয়ান ডে বিশ্বকাপে খেলবে ১৪টি দল। পাশাপাশি ২০২৩ সাল থেকে প্রত্যেক দু'বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে এবং ২০টি করে দল খেলবে তাতে।
পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি বৈঠকে ঠিক হয়েছে যে, ২০২৫ ও ২০২৯, চার বছর অন্তর দুবার আইসিসি ক্রমতালিকায় প্রথম আটটি দল ওয়ান ডে ফর্ম্যাটে খেলবে। চ্য়াম্পিয়ন্স ট্রফির মতোই। আগামী মরসুমেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফর্ম্যাট অপরিবর্তিত রাখতে চলেছে আইসিসি। অর্থাৎ, নটি দল নিজেদের মধ্যে ছটি করে সিরিজ খেলবে এঅবং প্রত্যেক দু'বছর অন্তর, ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে সেরা দুটি দল ফাইনালে খেলবে। প্রসঙ্গত, টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম মরসুমের ফাইনালে উঠেছে ভারত ও নিউজ়িল্যান্ড। ১৮-২২ জুন সাউদাম্পটনে হবে ফাইনাল ম্যাচ।
২০২৭ ও ২০৩১ সালে ওয়ান ডে বিশ্বকাপে ৫৪টি করে ম্যাচ থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। প্রত্যেক টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৫টি করে ম্যাচ খেলা হবে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের মতোই ফের সুপার সিক্স ফর্ম্যাট ফিরতে চলেছে বিশ্বকাপে। ১৪টি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হবে। এক একটি গ্রুপে থাকবে ৭টি করে দল। তারা নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। সেরা তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। তারপর থাকবে সেমিফাইনাল ও ফাইনাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে থাকবে ৫টি করে দল। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সুপার এইটে। তারপর নক আউট স্টেজ। সেমিফাইনাল ও ফাইনাল থাকবে তারপর।
২০১৭ সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল। এবার ফের নতুন করে তা শুরু করা হচ্ছে। ফর্ম্যাট একই থাকছে। ৮টি দলকে দুটি গ্রুপে ভাল করা হবে। সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনালে। তারপর ফাইনাল।