মাঠে ওয়াকি-টকি ব্যবহার, কোহলিকে ক্লিনচিট আইসিসি-র
নয়াদিল্লি: ম্যাচ চলাকালীন ওয়াকি-টকিতে কথা বলা নিয়ে বিতর্কে বিরাট কোহলিকে ক্লিনচিট দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
বুধবার, নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের ধারে ডাগআউটে বসে ভারত অধিনায়ককে দেখা যায় হাতে ওয়াকি-টকি নিয়ে কথা বলছেন।
সাধারণত, মোবাইলের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বর্তমানে ড্রেসিং রুমের সঙ্গে ডাগআউটের মধ্যে যোগাযোগ বজায় রাখতে ওয়াকি-টকির ব্যবহার করে থাকে দলগুলি। কিন্তু, আইসিসি নিয়মানুসারে, এর ব্যবহার করতে পারেন দলের সাপোর্ট স্টাফরা।
স্বভাবতই, কোহলির ওয়াকি-টকি ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন, কোহলি আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন। কিন্তু যাবতীয় বিতর্কে জল ঢালে আইসিসি-র দুর্নীতিদমন বিভাগ (এসিইউ)।
আইসিসি-র এক আধিকারিক জানিয়ে দেন, মাঠে উপস্থিত ভেন্যু এসিইউ ম্যানেজারের থেকে আগাম অনুমতি নিয়েই কোহলি ওয়াকি-টকি ব্যবহার করেছেন। ফলে, এখানে বিতর্কের কিছুই নেই।