এক্সপ্লোর
শ্রীলঙ্কাকে ‘পয়া’ হলুদ জার্সি পরে খেলার অনুমতি আইসিসি-র
এবারের বিশ্বকাপে প্রতিটি দলেরই ‘হোম’ ও ‘অ্যাওয়ে’ জার্সি রয়েছে। দু’টি দলের জার্সির রং যদি একরকম হয়, তাহলে একটি দলকে জার্সি বদল করতে হচ্ছে।

ছবি সৌজন্যে ট্যুইটার
ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় পছন্দের ‘পয়া’ হলুদ জার্সি পরে খেলার অনুমতি দিল আইসিসি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হলুদ জার্সি পরে খেলেই জয় পায় শ্রীলঙ্কা। এরপরেই তারা ওই জার্সিটিকে ‘পয়া’ মনে করে বাকি ম্যাচগুলিতে হলুদ জার্সি পরেই খেলার অনুমতি দেওয়ার আবেদন জানায় আইসিসি-র কাছে। আইসিসি সূত্রে খবর, প্রতিপক্ষ দলগুলির জার্সির রং হলুদ না হওয়ায় শ্রীলঙ্কাকে হলুদ জার্সি পরে খেলার অনুমতি দেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপে প্রতিটি দলেরই ‘হোম’ ও ‘অ্যাওয়ে’ জার্সি রয়েছে। দু’টি দলের জার্সির রং যদি একরকম হয়, তাহলে একটি দলকে জার্সি বদল করতে হচ্ছে। ভারতীয় দলও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ‘অ্যাওয়ে’ জার্সি পরে খেলবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















